ওয়েব ডেস্ক : আপার প্রাইমারি অর্থাত্‍ ক্লাস ফাইভ থেকে এইট পর্যন্ত শিক্ষক নিয়োগ মামলা ঝুলেই রইল হাইকোর্টে। প্রশিক্ষণহীনদের নিয়োগ ঘিরে কাটল না অনিশ্চয়তা। আগামী দু সপ্তাহ পর্যন্ত অন্তত প্রশিক্ষণহীনদের নিয়োগের ব্যাপারে ভাবনাচিন্তাই করছে না রাজ্য। আজ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে জানিয়ে দেওয়া হল একথা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

২০১৬-র ৩১ মার্চ আপার প্রাইমারির শিক্ষক পদে প্রশিক্ষণহীনদের নিয়োগ করার সময়সীমা শেষ হয়ে যায়। কিন্তু তারপরও পরীক্ষায় বসেন প্রশিক্ষণহীনরা। এরপরই আদালতের দ্বারস্থ হয় প্রশিক্ষণপ্রাপ্তদের একাংশ। কোন যুক্তিতে এখন প্রশিক্ষণহীনদের নিয়োগ করা হবে, এনিয়ে প্রশ্ন তোলা হয়। সেই মামলা ঘিরে জারি জটিলতা।


আরও পড়ুন, ম্যাকডোনাল্ডসের ফ্রেঞ্চ ফ্রাইয়ে মিলল 'ভাজা টিকটিকি'!