ওয়েব ডেস্ক : ভাঙড়ে গুলিকাণ্ড নিয়ে হাইকোর্টে ফের প্রশ্নের মুখে সিআইডি তদন্ত। যে গুলি চালিয়েছে, তাকে যদি গ্রেফতারই না করা গেল, তাহলে তদন্তে অগ্রগতি কিসের? প্রশ্ন তুলল আদালত।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গত শুনানি-পর্বে তদন্ত প্রক্রিয়া নিয়ে তিরস্কারের পর, এদিনই সরকারি আইনজীবী হাইকোর্টে  রিপোর্ট জমা দেন। জানানো হয়, যে গুলি উদ্ধার হয়েছে তা দেশি বন্দুক থেকে চালানো। এরপরই প্রশ্নের মুখে পড়তে হয় তাঁকে। কে গুলি চালাল? গ্রেফতার করা হয়েছে তাকে? সরকারি আইনজীবীকে প্রশ্ন করেন বিচারপতি জয়মাল্য বাগচি। ফের মামলার কেস ডায়েরি তলব করেছেন বিচারপতি। 


আরও পড়ুন, আঙুলের একছাপেই এবার বিল মিটিয়ে ফেলুন