আয়ারাম-গয়ারাম পশ্চিমবঙ্গের সংস্কৃতি নয়, মুকুল-প্রস্থানে উপলব্ধি `দলবদলু` Hiran-র
ভোটের ঠিক আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন হিরণ (Hiran)।
নিজস্ব প্রতিবেদন: ভোটের আগে দলবদল করেছিলেন। তৃণমূল ছেড়ে গিয়েছিলেন বিজেপিতে। টিকিট পান খড়্গপুরের। সেখানে জিতেছেনও। বিজেপির সেই তারকা বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় (Hiran Chatterjee) মুকুলের ঘরওয়াপসি নিয়ে মন্তব্য করলেন,''আয়া রাম গয়া রাম- পশ্চিমবঙ্গের সংস্কৃতি নয়।''
শুক্রবার হিরণ (BJP MLA Hiran) টুইট করেন,''এবার ধান্দাবাজির রাজনীতি বন্ধ হোক। পশ্চিমবঙ্গ যে নোংরা রাজনীতির খেলা দেখছে তাতে রাজনৈতিক নেতাদের উপর সাধারণ মানুষের আস্থা উঠে যাবে। আয়া রাম গয়া রাম- পশ্চিমবঙ্গের সংস্কৃতি নয়।''
একটা সময় তৃণমূল যুবর কার্যকরী সভাপতির দায়িত্ব পালন করেছেন হিরণ চট্টোপাধ্যায় (Hiran Chatterjee)। ভোটের আগে 'দলে থেকে কাজ করতে পারছি না'-দের দলে ছিলেন তিনিও। তৃণমূল ছেড়ে যোগ দেন বিজেপিতে। তাঁর হাতে পদ্ম পতাকা তুলে দিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তার পর খড়্গপুর বিধানসভা কেন্দ্রের বিজেপির টিকিটে প্রার্থী হন হিরণ। ভোটে জয়লাভ করে এখন তিনি গেরুয়া শিবিরের বিধায়ক।
আরও পড়ুন- ভোটের সময় তৃণমূলের সঙ্গে গদ্দারি করেনি, 'ঘরের ছেলে'র পাশে Mamata