ভোটের সময় তৃণমূলের সঙ্গে গদ্দারি করেনি, 'ঘরের ছেলে'র পাশে Mamata
রাজীব ও সোনালিকে ফিরে আসলে কি দলে নেবেন? এই প্রশ্নের জবাব দিতে চাননি মমতা (Mamata Banerjee)।
নিজস্ব প্রতিবেদন: মুকুল (Mukul Roy) ফিরলেও 'দলত্যাগী' সকলকে স্বাগত জানানো হবে না। সাংবাদিক বৈঠকে স্পষ্ট করে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। জানিয়ে দিলেন দিলেন, যাঁরা নির্বাচনের সময় গদ্দারি করেছিলেন, তাঁদের নেওয়া হবে না।
মমতা (Mamata Banerjee) এ দিন বলেন,''আমাদের দল শক্তিশালী। নির্বাচনের সময় অনেকে গদ্দারি করেছিল। দলবিরোধী একটাও কথা বলেনি মুকুল (Mukul Roy)। যাঁরা নির্বাচনের সময় গদ্দারি করেছে বিজেপির হাত শক্তিশালী করেছে, তাঁদের আমরা নেব না। নরমপন্থী ও চরমপন্থী রয়েছে। অনেকে মুকুলের সঙ্গে গিয়েছেন, তাঁরা চলে আসতে চাইবেন। কিন্তু যাঁরা গদ্দারি করে নিম্নরুচির পরিচয় দিয়েছেন তাঁদের নেব না।''
রাজীব ও সোনালি ফিরে আসলে কি দলে নেবেন? এই প্রশ্নের জবাব দিতে চাননি মমতা (Mamata Banerjee)। তাঁর কথায়,''যাঁরা দলের সমালোচনা করেছেন, ভোটের আগে বিশ্বাসঘাতকতা করেছেন, তাঁদের নেব না। ভদ্র-সভ্য দলে নেওয়া হবে।'' মমতা আরও বলেন,''বিজেপি করা যায় না। বিজেপিতে যাঁরা আছে তাঁদের শোষণ এত বেশি। এত নির্দয়! মানুষকে মনুষ্যত্ব নিয়ে বাঁচতে দেয় না। মুকুলের চলে আসা এটাই প্রমাণ।''
আরও পড়ুন- Live: ঘরের ছেলে ঘরে ফিরল, বললেন Mamata; বিজেপি করতে পারলাম না: Mukul