ওয়েব ডেস্ক: স্বরাষ্ট্রমন্ত্রকের আশঙ্কা যেকোনও সময়ে সন্ত্রাসের নিশানা হতে পারে কলকাতা। জঙ্গিদের রাডারে শহরের একাধিক গুরুত্বপূর্ণ বিল্ডিং। তাজ হোটেলে হামলার ধাঁচে পনবন্দি করে রাখা হতে সাধারণ মানুষকে। তেমন পরিস্থিতি মোকাবিলায় কতটা প্রস্তুত কলকাতা পুলিসের কম্যান্ডো বাহিনী? NSG -র সঙ্গে যৌথ মহড়ায় তাই আরও একবার ঝালিয়ে নিলেন তাঁরা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন বাবা, মাকে পিটিয়ে বের করে বাড়ি দখলের চেষ্টা


হেলিকপ্টার থেকে তারাতলা টাঁকশালের ছাদে নামল NSG ও কলকাতা পুলিসের কম্যান্ডো বাহিনী। বেশকিছুক্ষণ ধরে চলল মক ড্রিল। জঙ্গিদের আক্রমণের নিশানা যদি কোনওদিন হয় এই শহর, তা যেন যথাচিতভাবো মোকাবিলা করা যায়, সেই আত্মবিশ্বাসই বাড়িয়ে নেওয়া হল এই মহড়ায়।


আরও পড়ুন  সমালোচনার মুখে সুর বদল করলেন দিলীপ ঘোষ