সমালোচনার মুখে সুর বদল করলেন দিলীপ ঘোষ

সমালোচনার মুখে সুর বদল করলেন দিলীপ ঘোষ। নোবেলজয়ী অর্থনীতিবিদকে ব্যক্তিগত আক্রমণ করেননি। বলছেন রাজ্য বিজেপি সভাপতি।অর্থনীতিতে নোবেল জয়ী। তাঁকে ভারতরত্ন সম্মান দেয় বাজপেয়ী সরকার। সেই অমর্ত্য সেনকেই আক্রমণ রাজ্য বিজেপি সভাপতির। শনিবার কলকাতার এক জনসভায় তিনি প্রশ্ন তোলেন অমর্ত্য সেনকে নিয়ে। এই মন্তব্য প্রকাশ হতেই নিন্দার ঝড় বয়ে যায়। বিজেপি ছাড়া রাজ্যের প্রায় প্রতিটি রাজনৈতিক দলই রাজ্য বিজেপি সভাপতির সমালোচনা করে। দিলীর ঘোষ যেখানকার বিধায়ক সেই খগড়পুর শহরে প্রতিবাদ মিছিল বের করে বামেরা। সরব শাসক তৃণমূলও।

Updated By: Feb 12, 2017, 10:16 PM IST
 সমালোচনার মুখে সুর বদল করলেন দিলীপ ঘোষ

ওয়েব ডেস্ক: সমালোচনার মুখে সুর বদল করলেন দিলীপ ঘোষ। নোবেলজয়ী অর্থনীতিবিদকে ব্যক্তিগত আক্রমণ করেননি। বলছেন রাজ্য বিজেপি সভাপতি।অর্থনীতিতে নোবেল জয়ী। তাঁকে ভারতরত্ন সম্মান দেয় বাজপেয়ী সরকার। সেই অমর্ত্য সেনকেই আক্রমণ রাজ্য বিজেপি সভাপতির। শনিবার কলকাতার এক জনসভায় তিনি প্রশ্ন তোলেন অমর্ত্য সেনকে নিয়ে। এই মন্তব্য প্রকাশ হতেই নিন্দার ঝড় বয়ে যায়। বিজেপি ছাড়া রাজ্যের প্রায় প্রতিটি রাজনৈতিক দলই রাজ্য বিজেপি সভাপতির সমালোচনা করে। দিলীর ঘোষ যেখানকার বিধায়ক সেই খগড়পুর শহরে প্রতিবাদ মিছিল বের করে বামেরা। সরব শাসক তৃণমূলও।

আরও পড়ুন হাওড়ায় খুন হয়ে গেল কালীঘাটের হামলাকারী

নিন্দায় সরব হয়েছে বুদ্ধিজীবী মহল। তবে অমর্ত্য সেন নিজে অবিচল। ওই মন্তব্যে তাঁর নিজের কোনও আপত্তি নেই বলে জানিয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ।তবে নিন্দার মুখে রবিবার সুর কিছুটা বদলেছেন রাজ্য বিজেপি সভাপতি। মোদী সরকারের কঠোর সমালোচক হিসেবে পরিচিত অমর্ত্য সেন। সম্প্রতি নোট বাতিলের সিদ্ধান্তেরও বিরোধিতা করেছেন। তাই কি নোবেলজয়ীকে নিশানা করলেন রাজ্য বিজেপি সভাপতি? প্রশ্ন উঠছে।

আরও পড়ুন  কালীঘাটে জৈন দম্পতির বাড়িতে হামলার পিছনে কারণ কি?

 

.