নিজস্ব প্রতিবেদন:  ফাটল ধরা পড়েছিল আগেই। বিপজ্জনকও চিহ্নিত হয়েছিল। বউবাজারের স্যাকরা পাড়া লাগোয়া ৩ নম্বর গৌর দে লেন বস্তির ওই ২১ টি ঘর আজ খালি করে দিলেন বাসিন্দারা। বৃহস্পতিবার সকাল থেকেই সেই কাজ শুরু হয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



বস্তির ১৫৬ জন বাসিন্দা নিজেদের বাক্স প্যাটরা বেঁধে বেরিয়ে পড়েছেন ঘর ছেড়ে। কোথায় যাবেন, তা জানা নেই ওঁদের। শুধু প্রশাসনের নির্দেশ মাফিক ঘর ছেড়ে দিতে হয়েছে তাঁদের। আপাতত লোটাকম্বল নিয়ে হিদারাম ব্যানার্জি লেনে ঠাঁই নিয়েছেন তাঁরা। কিন্তু কতক্ষণ বা কতদিন?  মাথা গোঁজার ঠাঁইটুকু তো খুঁজে বার করতেই হবে তাঁদের।


বউবাজারে পুনর্বাসনের লিখিত আশ্বাসের দাবিতে অবরোধ স্থানীয়দের


বউবাজারের বিপর্যয় যেন থামছেই না! ভেঙে পড়ছে একের পর এক বাড়ি। বুধবার  রাত পৌনে দুটোয় নাগাদ ৯ নম্বর স্যাকরাপাড়া লেনের গোটা বাড়িটাই ভেঙে পড়ে। Zee ২৪ ঘন্টা বুধবার প্রথম দেখিয়েছিল, যে দু'তলা বাড়িটির সামনের বারান্দাসহ একাংশ ভেঙে পড়েছে। আর রাতেই ভেঙে পড়ল গোটা বাড়িটি।   


মঙ্গলবারই ভেঙে পড়ে ১৩এ দুর্গা পিতুরি লেনের ৩ তলা একটি বাড়ি। একতলার একটি কোলাপসিবল গেট ছাড়া গোটা বাড়িটাই ধ্বংসস্তূপে পরিণত হয়ে যায়।