নিজস্ব প্রতিবেদন: আচমকা শহরের হোটেলে লাগল আগুন। সিটি সেন্টার ২-র কাছে চিনারপার্কের হোটেলে অগ্নিকাণ্ডে ছড়াল চাঞ্চল্য। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৩টি ইঞ্জিন। ঘণ্টাখানেকের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। কীভাবে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রাত ১০টা নাগাদ সিটি সেন্টার ২-র কাছে রাজ হোটেলের একটি তলা হঠাৎ দাউদাউ করে জ্বলে উঠল। তৃতীয় ও চতুর্থ তল থেকে বেরিয়ে আসছে আগুনের ফুলকি। মুহূর্তে চারপাশে হইচই। প্রাণ বাঁচাতে বেরিয়ে আসেন অতিথিরা। সকলেই তখন আতঙ্কিত।       


খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৩টি ইঞ্জিন। ঘণ্টাখানেকের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। হোটেলটি ফাঁকা করে দেয় পুলিস। সকল অতিথিই নিরাপদে আছেন। প্রাণহানির ঘটনা ঘটেনি।   


কীভাবে আগুন লাগল তা স্পষ্ট নয়। দমকলের প্রাথমিক অনুমান, শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে। হোটেলের অগ্নিনির্বাপণ ব্যবস্থাও খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থলে পৌঁছতে পারেন ফরেনসিক আধিকারিকরাও। 


আরও পড়ুন- নবান্নে নেই, সন্ধেয় বাগুইআটির কালীপুজোয় 'আমি নয়, আমরা'র বার্তা শুভেন্দুর