নবান্নে নেই, সন্ধেয় বাগুইআটির কালীপুজোয় 'আমি নয়, আমরা'র বার্তা শুভেন্দুর

Nov 11, 2020, 23:32 PM IST
1/5

নিজস্ব প্রতিবেদন: নবান্নে মন্ত্রিসভার বৈঠকে গরহাজির ছিলেন। সন্ধেয় বাগুইআটিতে কালী পুজোর উদ্বোধনে দেখা গেল রাজ্যের পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারীকে।    

2/5

বুধবার সন্ধেয় বাগুইআটির জ্যাংড়ায় 'আমরা সবাই' ক্লাবের কালীপুজোর উদ্বোধনী অনুষ্ঠানে হাজির হলেন শুভেন্দু অধিকারী।

3/5

এ দিনও মঞ্চ থেকে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করতে শোনা গেল শুভেন্দুকে। বলেন,''আমি আমি নয়, আমরা। নিজের স্বার্থ পরিবারের স্বার্থ না দেখে সকলকে নিয়ে চলতে হবে।''  

4/5

এ দিনও মঞ্চ থেকে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করতে শোনা গেল শুভেন্দুকে। বলেন,''আমি আমি নয়, আমরা। নিজের স্বার্থ পরিবারের স্বার্থ না দেখে সকলকে নিয়ে চলতে হবে।''  

5/5

প্রসঙ্গত, এ দিন তিনি যে পুজোর উদ্বোধন করেন শুভেন্দু, তার পাশেই উত্তর ২৪ পরগনার যুব সভাপতি দেবরাজ চক্রবর্তীর বাড়ি। তিনি-সহ কোনও তৃণমূল নেতাকেই দেখা যায়নি ওই অনুষ্ঠানে।