নিজস্ব প্রতিবেদন: ইষ্ট ওয়েস্ট মেট্রোর একদিকের টানেল পুরোপুরি তৈরি। আগামী শুক্রবার টানেল বোরিং মেশিন উর্বি মাটি ফুঁড়ে দেওয়াল ভেঙে বেরিয়ে আসবে শিয়ালদহ স্টেশনে। তার ফলে পায়ে হেঁটে হাওড়া ময়দান থেকে গঙ্গার তলা দিয়ে সল্টলেক যাওয়ার জন্য একদিকের সুড়ঙ্গ তৈরি হয়ে যাচ্ছে। ধর্মতলা থেকে গতবছর চলতে শুরু করেছিল দুটো মেশিন উর্বি আর চন্ডী।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: কলকাতা নিরাপদ মেয়েদের জন্য, জানাল এনআরসিবি


তবে আগের বছর বউবাজারে একটি মেশিন চন্ডী দুর্ঘটনাগ্রস্ত হয়। বিপর্যয়ের কারণে বন্ধ হয়ে যায় অন্য মেশিন উর্বিরও কাজও। শিয়ালদহ থেকে ১৩,০০ মিটার দূরে দাঁড়িয়ে পড়ে। শেষ পর্যন্ত কোর্টের রায়ে ফেব্রুয়ারি মাসে ফের কাজ শুরু করে উর্বি। বউবাজারের ওই এলাকা পেরিয়ে, শিয়ালদহ ব্রীজ পেরিয়ে সেই মেশিন এসে হাজির শিয়ালদহ স্টেশন। শুক্রবার সেই মেশিন স্টেশনের দেওয়াল ভেঙে বেরিয়ে আসবে।