বন্দিদের সংঘর্ষে রণক্ষেত্র দমদম কেন্দ্রীয় সংশোধনাগার
বিচারাধীন বন্দিদের সঙ্গে সাজাপ্রাপ্তদের দফায় দফায় সংঘর্ষ। কার্যত রণক্ষেত্রের চেহারা নিল দমদম কেন্দ্রীয় সংশোধনাগার। জখম বেশ কয়েকজন। একজনের অবস্থা গুরুতর। পরিস্থিতি সামলাতে লাঠি চালায় পুলিস। অশান্তির শুরু ভোররাত থেকে।
ওয়েব ডেস্ক: বিচারাধীন বন্দিদের সঙ্গে সাজাপ্রাপ্তদের দফায় দফায় সংঘর্ষ। কার্যত রণক্ষেত্রের চেহারা নিল দমদম কেন্দ্রীয় সংশোধনাগার। জখম বেশ কয়েকজন। একজনের অবস্থা গুরুতর। পরিস্থিতি সামলাতে লাঠি চালায় পুলিস। অশান্তির শুরু ভোররাত থেকে।
দ্রুত বিচারের দাবিতে দু-দিন ধরে অনশন করছেন বিচারাধীন বন্দিরা। এরই মধ্যে আজ সকালে আচমকা ক্যান্টিন বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। ফলে সমস্যায় পড়েন সংশোধনাগারের অন্য বন্দিরাও। ভিতরে যখন উত্তপ্ত পরিস্থিতি তখন বাইরে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিচারাধীন বন্দিদের পরিজনরা। গেট আটকে বিক্ষোভ শুরু করেন তাঁরা। প্রিজন ভ্যান বেরোতে বাধা দেওয়া হয়। পরে দমদম থানা থেকে বিশাল পুলিস বাহিনী পৌছে পরিস্থিতি সামলায়। হঠিয়ে দেওয়া হয় বিক্ষোভকারীদের। (আরও পড়ুন- এবার থেকে আই কার্ড ছাড়া ঢোকা যাবে না কলকাতা বিশ্ববিদ্যালয়ে, বহিরাগত ঠেকাতে উদ্যোগ কর্তৃপক্ষের)