নিজস্ব প্রতিবেদন : এক গৃহবধূর গলা কাটা দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল ছড়াল তিলজলায়। মৃতার নাম নাজনিন বেগম। বয়স ৩৭ বছর। খুনের ঘটনায় অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে পুলিস। ধৃতের নাম মহম্মদ সেলিম। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্বামী-স্ত্রীর মধ্যে নিত্য বিবাদ লেগেই ছিল। রোজই অশান্তি হত যুগলের মধ্যে। স্বামী-স্ত্রীর সম্পর্কে বিবাদের জেরেই এই খুন বলে প্রাথমিকভাবে অনুমান। মৃতার পরিবার জানিয়েছে, নাজনিন বেগমের সঙ্গে দীর্ঘদিন ধরেই অশান্তি চলছিল স্বামী সেলিমের। যুগলের সম্পর্কে টানাপোড়েন লেগেইছিল। এরপরই এদিন তিলজলায় বাড়ির তিনতলা থেকে নাজনিন বেগমের গলা কাটা দেহ উদ্ধার করা হয়। 


খুনের ঘটনায় অভিযুক্ত স্বামী মহম্মদ সেলিমকে গ্রেফতার করেছে তিলজলা থানার পুলিস। ঘটনার পর থেকে অধরা ছিল সেলিম। পরে নারকেলডাঙা এলাকা থেকে সেলিমকে গ্রেফতার করে পুলিস। খুনের ঘটনায় তদন্ত শুরু করেছে তিলজলা থানা। উদ্ধার হয়েছে খুনে ব্যবহৃত ধারালো অস্ত্রটিও। ঘটনাস্থলের পাশ থেকেই খুনে ব্যবহৃত ধারালো অস্ত্রটি বাজেয়াপ্ত করে পুলিস। প্রাথমিক তদন্তে নাজনিন বিবির গলায় আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। 


আরও পড়ুন, ভোররাতে ভয়াবহ আগ্নিকাণ্ড শহরে, ভস্মীভূত নারকেল ডাঙা বস্তির প্রায় ৫০টি ঝুপড়ি