নিজস্ব প্রতিবেদন: ঘূর্ণিঝড় আমফান তাণ্ডব চালানোর পর প্রায় ৭ দিনের কাছে CESC-র বিদ্যুৎ পরিষেবা ব্যহত ছিল শহরের বিভিন্ন জায়গায়। যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন ফিরহাদ হাকিম, মুখ্যমন্ত্রী। জন সাধারণও রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়েছিলেন। সেই পরিস্থিতি যাতে এবার না হয়, তার জন্য আগে থেকেই প্রস্তুতি নিচ্ছে CESC। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

CESC-র তরফ থেকে জানান হয়েছে ২,৫০০ এর বেশি কর্মী রাস্তায় থাকবে। যা নিয়ে কলকাতা পুরসভার সঙ্গে দফায় দফায় কথা হচ্ছে । কোভিড হাসপাতালে যাতে কোনওভাবে বিদ্যুৎ বিচ্ছিন্ন না হয়, সেদিকে নজর রাখা হচ্ছে। 
 
CESC জানিয়েছে আমাদের চেষ্টা থাকবে বিদ্যুৎ পরিষেবা যেন কোনও মতে বিঘ্নিত না হয়।  অতিরিক্ত জেনারেটর রাখা হচ্ছে হাসপাতালগুলিতে। ব্যাকআপ সাপ্লাইয়ের জন্য ইতিমধ্যে হাসপাতাল গুলোকে তৈরি থাকতে বলা হয়েছে। অক্সিজেন পার্লারের সমস্ত তথ্য CESC-র কাছে নেই।  তবে, যতটা সম্ভব চেষ্টা হচ্ছে। ইমার্জেন্সি কল সেন্টারের পাশাপাশি থাকছে 
কম্যান্ড সেন্টার।



ইমার্জেন্সি হেল্প লাইন নম্বর


35011912


44031912


18605001912


1912



এছাড়া হোয়াটস্যাপ থাকছে নম্বর
7439001912