নিজস্ব প্রতিবেদন: প্রত্যক্ষ কর ব্যবস্থা নিয়ে কলকাতার একটি পাঁচতারা হোটেলে সেমিনারের আয়োজন করল ক্যালকাটা ইনকাম ট্যাক্স বার অ্যাসোসিয়েশন। সেমিনারের বিষয়-'Emerging landscapes in Direct Taxes'। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সেমিনারের উদ্বোধন করেন লোকপালের চেয়ারপার্সন বিচারপতি পিনাকিচন্দ্র ঘোষ। মুখ্য অতিথি ছিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি ইন্দিরা বন্দ্যোপাধ্যায়। প্রথম টেকিনিক্যাল সেশনে বক্তব্য রাখেন দিল্লি হাইকোর্টের বিচারপতি এস মুরলীধর। 'Tribunalization- A Way Forward' নিয়ে নিজের মত তুলে ধরেন তিনি। ওই সেশনে আসন অলঙ্কৃত করেছিলেন ইনকাম ট্যাক্স অ্যাপলেট ট্রাইব্যুনালের সহ-সভাপতি পিএম জগতাপ ও এনভি বাসুদেবন। 



সেমিনারে প্রথম টেকনিক্যাল সেশনে বক্তব্য রাখেন কলকাতা হাইকোর্টের সিনিয়র আইনজীবী সমরাদিত্য পাল, দিল্লি হাইকোর্টের বিচারপতি এস মুরলীধর। দ্বিতীয় টেকনিক্যাল সেশনে ভাষণ দেন গোহাটি হাইকোর্টের আইনজীবী আরপি আগরওয়াল ও কলকাতা হাইকোর্টের বিচারপতি জেপি খৈতান।               



ক্যালকাটা ইনকাম ট্যাক্স বার অ্যাসোসিয়েশন দেশের প্রাচীনতম ট্যাক্স বার। স্বাধীনতার আগে ১৯২৪ সালে গোড়াপত্তন করেন প্রখ্যাত আইনজীবী শ্যামলাল সরকার ও ভূতনাথ কর।



এর সঙ্গে জড়িয়েছিলেন হীরেন্দ্রলাল সরকার, কে ভূতোরিয়া, নির্মল মুখার্জি, কল্যাণ রায়, সুকুমার ভট্টাচার্য, দেবীপ্রসাদ পাল, আরএন বাজোরিয়া, নির্মলকুমার পোদ্দার, জেপি খৈতানের মতো স্বনামধন্যরা। 


আরও পড়ুন- বেড়েছে বহর, বিধানসভায় স্পিকারের কাছে বড় ঘর চাইল বিজেপি