ওয়েব ডেস্ক : টাকা বদলের পর আঙুলে দেওয়া কালি অনায়াসে মুছে ফেলা যাচ্ছে। এমনই দৃশ্য দেখা গেল আর এন মুখার্জি রোডে একটি এসবিআই ব্যাঙ্কের সামনে। আঙুলের কালি লেবু দিয়ে অনায়াসে তুলে ফেলছেন কয়েকজন যুবক। কালি তুলে ফের ব্যাঙ্ক থেকে টাকা বদলাচ্ছে তারা।


ব্যাঙ্ক কর্তৃপক্ষের অবশ্য এতে কোনও হেলদোল নেই। তাঁরা বলছেন আরবিআই-এর দেওয়া কালিই তাঁরা ব্যবহার করছেন, কীভাবে সেই কালি তোলা যাচ্ছে তা তারা বলতে পারবেন না। বার বার ব্যাঙ্কে এসে টাকা বদল এড়াতে আঙুলে কালি লাগানোর নির্দেশ দেয় কেন্দ্র। নির্বাচনে যে কালি ব্যবহার করা হয়, সেই কালি-ই এক্ষেত্রে ডানহাতের তর্জনীতে লাগানোর নির্দেশ দেওয়া হয়। এদিকে আজই, নোট বদলে হাতে ভোটের কালি নয়, অর্থমন্ত্রককে চিঠি নির্বাচন কমিশনের