নিজস্ব প্রতিবেদন: শীতে জুবুথুবু হলেও , গত ৬২ বছরে তুলনায় তা নাকি কিছুই নয়। এমনটাই জানাচ্ছে ভারতীয় আবহাওয়া দফতর। সবচেয়ে কম শীত পড়েছে এবছর। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

দীর্ঘ মেয়াদী শীত হলেও তার দাপট নাকি অনেকাংশে কম। উষ্ণতম জানুয়ারি মাস ছিল ২০২১য়ে। ১৯৫৮ সালে জানুয়ারিতে তাপমাত্রা ছিল ঊর্ধ্বমুখী। তারপর ২০২১ সালে সেই তাপমাত্রায় জানুয়ারি কাটিয়েছে ভারত। 


দেশের মধ্যে দক্ষিণ ভারতে গত জানুয়ারি ছিল ১২১ বছরে উষ্ণতম। তাপমাত্রা বেড়েছে মধ্য ভারতেও। সেখানে ৩৮ বছর পর উষ্ণতম এবছরের জানুয়ারি। আবহাওয়া দফতর থেকে জানিয়েছে, ১৯৫৮ সালে যা  তাপমাত্রা ছিল এবছর সেই তাপমাত্রাতেই কেটেছে জানুয়ারি। 
 
উল্লেখ্য, মাঘের শেষবেলায় দাপুটে ইনিংস খেলছে শীত। আজও রাজ্যজুড়ে জাঁকিয়ে শীত। আরও ২ ডিগ্রি নামল পারদ। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা একধাক্কায় নামল ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে। আজও রাজ্যজুড়ে জাঁকিয়ে শীত। আরও ২ ডিগ্রি নামল পারদ। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা একধাক্কায় নামল ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে। বৃহস্পতিবার থেকে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা। শীত বিদায়ের  পূর্বাভাস এখনও পাওয়া যায়নি।