নিজস্ব প্রতিবেদন : ৬০০ খ্রিস্টপূর্বাব্দ থেকে আজ পর্যন্ত। ভারতীয় মুদ্রার সেকাল ও একাল। আর তারই মাঝে কীভাবে বদলেছে বিনিময়ের মাধ্যম? তারই এগজিবিশন হয়ে গেল কসকাতায়। বালিগঞ্জের এক ব্যাঙ্কয়েটে এই মুদ্রা প্রদর্শনী করা হল। উদ্যোগে কলিকাতা মুদ্রা পরিষদ। ভারত তথা কলকাতায় বিভিন্ন সময় ব্যবহৃত বিভিন্ন মুদ্রা প্রদর্শিত হচ্ছে এখানে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- ৩ কোটির সোনার বাট লুঠের গল্প ফেঁদে গ্রেফতার দোকানকর্মী


এই প্রদর্শনির অন্যতম আকর্ষণ এক টাকার ১০০ বছরের যাত্রাকাল। গত এক শতাব্দীতে ১৮বার বদলেছে এক টাকার চেহারা। প্রতিটি ভ্যারাইটিই দেখা যাচ্ছে বালিগঞ্জের প্রদর্শনীতে। মূলত সাধারণ মানুষের মধ্যে সচেতনতা গড়ে তুলতেই এই উদ্যোগ বলে জানিয়েছেন উদ্যোগতারা।