নিজস্ব প্রতিবেদন: রাজ্যে করোনা সংক্রমণ ক্রমশ কমের দিকে। এরকম এক পরিস্থিতিতে কি চালু হবে লোকাল ট্রেন পরিষেবা? রাজ্য সরকারকে দেওয়া রেলের এক চিঠিতে তৈরি হল তেমনই জল্পনা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-উপাচার্যের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের, শোকজ বিশ্বভারতীর অধ্যাপককে


রাজ্যে বর্তমানে সীমিত সংখ্যায় স্টাফ স্পেশাল(Staff Special) ট্রেন চালাচ্ছে রেল। কিন্তু সেইসব ট্রেনে ভিড় হচ্ছে অস্বাভাবিক। এতে কোভিড প্রটোকল মানা যাচ্ছে না। তাই লোকাল ট্রেন চালু করে দেওয়া ভালো। এনিয়ে রাজ্য সরকারের কী মত তা জানতে চেয়েছে রাজ্যে পরিবহন সচিবকে চিঠি লিখল পূর্ব ও দক্ষিণপূর্ব রেল।


আরও পড়ুন-করোনা ভ্যাকসিন নেওয়ার পরই শরীরে চুম্বক শক্তির উদয়! আটকে যাচ্ছে চামচ-ব্লেড


কেন ভিড় হচ্ছে স্টাফ স্পেশাল ট্রেনে? রেলের দাবি, রাজ্য সরকারে একাধিক বিভাগের কর্মীদের ওই স্টাফ স্পেশালে ওঠার ছাড়পত্র দিয়ে দেওয়া হয়েছে। এনিয়ে রোজই রেলকর্মীদের সঙ্গে ঝামলোয় জড়িয়ে পড়ছেন সাধারণ যাত্রীরা। পাশাপাশি ভিড় অতিরিক্ত বেড়ে যাচ্ছে ট্রেনে। ফলে করোনা বিধি মানা যাচ্ছে না। এর থেকে লোকাল ট্রেন(Local Train) চালানো ভালো। কারণ তাতে অন্তত করোনা বিধি অনেকটাই মানা যাবে। তাই রাজ্য সরকার জানাক লোকাল ট্রেন চালানো যেতে পারে কিনা।


(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)