স্টাফ স্পেশ্যাল ট্রেন থেকে অজয় নদে পড়ে মৃত্যু রেলকর্মীর, রহস্য!
সকাল সাড়ে ছটা নাগাদ আচমকাই জলে কিছু পড়ে যাওয়ার শব্দ শুনতে পান স্থানীয়রা। প্রত্যক্ষদর্শীরা জানান, ভেদিয়া রেল ব্রিজের ওপর স্টাফ স্পেশ্যাল ট্রেন থেকে আচমকাই এক ব্যক্তি অজয় নদের জলে পড়ে যান।
![স্টাফ স্পেশ্যাল ট্রেন থেকে অজয় নদে পড়ে মৃত্যু রেলকর্মীর, রহস্য! স্টাফ স্পেশ্যাল ট্রেন থেকে অজয় নদে পড়ে মৃত্যু রেলকর্মীর, রহস্য!](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2020/08/02/265974-birbhum-ajay.png)
নিজস্ব প্রতিবেদন: স্টাফ স্পেশাল ট্রেন থেকে পড়ে মৃত্যু রেলকর্মীর। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে বীরভূমের ভেদিয়া রেল ব্রিজের ওপর। মৃতের নাম দেবীপ্রসাদ গঙ্গোপাধ্যায়।
সকাল সাড়ে ছটা নাগাদ আচমকাই জলে কিছু পড়ে যাওয়ার শব্দ শুনতে পান স্থানীয়রা। প্রত্যক্ষদর্শীরা জানান, ভেদিয়া রেল ব্রিজের ওপর স্টাফ স্পেশ্যাল ট্রেন থেকে আচমকাই এক ব্যক্তি অজয় নদের জলে পড়ে যান। তবে কীভাবে এই ঘটনা ঘটল, তা বলতে পারছেন না প্রত্যক্ষদর্শীরা।
আরও পড়ুন: ছুরি দিয়ে কুপিয়ে বোমা মেরে খুন তৃণমূল নেতাকে, বাঁকুড়ায় ব্যাপক উত্তেজনা
এটি আত্মহত্যা না অন্য কোনও কারণ রয়েছে এর পিছনে তা খতিয়ে দেখা হচ্ছে। দেহ টি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে রেল পুলিসের তরফে।