Kolkata Airport: ফের লেজার লাইটের আলোয় বিপত্তি! ককপিটে চোখ ধাঁধিয়ে গেল পাইলটের...
Laser light Problem: বিধাননগর জুড়ে লেজার লাইটের আলোর ওপর নিষেধাজ্ঞার রাশ টানা গেলেও বিমানবন্দর সংলগ্ন অন্যান্য এলাকায় লেজার লাইটের ব্যবহার বন্ধ করা যাচ্ছে না।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিমানবন্দরে ফের লেজার লাইটের আলোয় বিপত্তি। আবারও ককপিটে পড়ল লেজার লাইটের আলো। দিল্লি থেকে কলকাতা গামী ইন্ডিগো বিমানে বিপত্তি।দিক নির্ণয়ের ক্ষেত্রে বিপত্তি সৃষ্টি হয় পাইলটের। পাইলটের তত্পরতায় ATC-র সঙ্গে যোগাযোগ। বিমান কর্তৃপক্ষ বিমান বন্দর কর্তৃপক্ষকে লিখিত অভিযোগ। তদন্তে নেতাজী সুভাষচন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দর থানা।
আরও পড়ুন, Bengal Weather: বঙ্গে প্রবেশ বর্ষার! কোন কোন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস?
বিধাননগর জুড়ে লেজার লাইটের আলোর ওপর নিষেধাজ্ঞার রাশ টানা গেলেও বিমানবন্দর সংলগ্ন অন্যান্য এলাকায় লেজার লাইটের ব্যবহার বন্ধ করা যাচ্ছে না। বৃহস্পতিবার রাত ৯:৩০ মিনিটে ককপিটে পড়ল লেজার লাইটের আলো। ঝলসে উঠল ককপিট। দিল্লি থেকে কলকাতা গামী ইন্ডিগো বিমান 6 E 2057-এর ঘটনা। বিমানবন্দর সূত্র খবর, বৃহস্পতিবার রাতে দিল্লি থেকে কলকাতা গামী ইন্ডিগোর বিমান 6 E 2057 কলকাতার আকাশে অবস্থান করছিল।
সেই সময় বিমানবন্দর থেকে ২০ নটিকাল মাইল দূরে যেই সময় উত্তর-পূর্ব কলকাতা দিক থেকে লেজার লাইটের আলোয় ঝলসে উঠল ককপিট। তাতেই দিক নির্ণয়ের ক্ষেত্রে বিপত্তি সৃষ্টি হল পাইলটের। পাইলটের তৎপরতায় কলকাতার এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করে বিমানটি সুরক্ষার সহিত কলকাতায় অবতরণ করে। পরবর্তী সময়ে ৫৭ এল যে নম্বরে পার্কিং করা হয়।
সংশ্লিষ্ট বিমান কর্তৃপক্ষ বিমানবন্দর কর্তৃপক্ষকে লিখিত অভিযোগ দায়ের করে। সেই অভিযোগ নেতাজী সুভাষচন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দর থানায় পাঠানো হয়েছে। এন এ সিবিআই থানা বিষয়টি তদন্ত করে দেখছে।
আরও পড়ুন, Loksabha Election 2024: ভোটগণনায় এবার নয়া নিয়ম! শেষ দফার আগে নির্দেশিকা জারি কমিশনের..
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)