ওয়েব ডেস্ক: চারিদিকে যখন রোজ রোজ বাড়ছে দূষণ তখন সেই দূষণকে হাতের মুঠোয় পুরতে জোরকদমে চেষ্টা চালাচ্ছে পশ্চিমবঙ্গ সরকার।  গত চার বছর ধরে ৭টি শাখায় চলছে পরিবেশ দফতরের কাজ। তৈরি হয়েছে দূষণ নিয়ন্ত্রণ বোর্ড।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

দূষণ কমাতে ব্যবহার করা হচ্ছে সলার এনার্জি। ৭০টি স্কুলে বসানো হয়েছে  সোলার এনার্জি প্লান্ট। রাজ্যসড়ক গুলির পাশে তৈরি হয়েছে ৯০টি শৌচাগার। দূষণ রুখতে প্রয়োজনীয় ভূমিকা পালন করছে 'ইস্ট কোলকাতা ওয়েটল্যাণ্ড ম্যানেজমেন্ট অথরিটি'। ইস্ট কোলকাতা ওয়েটল্যাণ্ড ম্যানেজমেন্ট অথরিটি অ্যাক্ট ভাঙার অপরাধে ১৬৭টি এফআইআর নথিভুক্ত করা হয়েছে। দাখিল করা হয়েছে ৯৩টি চার্জশিট।  বিভিন্ন জেলায় বৃষ্টির জলকে কাজে লাগানোর জন্য বসানো হয়েছে ১৯টি সিস্টেম। এইসব সিস্টেমের সহায়তায় বৃষ্টির জল কাজে লাগানো সম্ভব হচ্ছে চাষের কাজে। পরিবেশের পরিবর্তনের ওপর নজর রাখতে তৈরি হয়েছে 'ক্লাইমেট চেঞ্জ সেল'। 


পড়ুন মৃৎশিল্প আজ ফের মানুষের দরবারে