নিজস্ব প্রতিবেদন: বর্ষবরণ অনুষ্ঠান ঘিরে ইকোপার্কে তীব্র উত্তেজনা। নিউ ইয়ার পার্টির আয়োজনে ক্ষুব্ধ হয়ে খাবার টেবল উল্টে দেওয়ার অভিযোগ। গত দু'তিন দিন ধরে বেশরম নামে একটি অর্গানাইজার অনলাইন ও অফলাইনে অনুষ্ঠানের পাস বিলি করছিল। অভিযোগ, আনলিমিটেড খাবার থাকার কথা থাকলেও অনুষ্ঠান শুরুর আধ ঘন্টার মধ্যেই সব খাবার শেষ হয়ে যায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


দু' হাজার তো দূর অস্ত, দুশ লোকেরও আয়োজন ছিল না বলে অভিযোগ। এরপরই উত্তেজনা ছড়িয়ে পড়ে। যে যার নিজের মতো খাবার নিয়ে খেতে শুরু করে। শুরু হয় ব্যাপক ঠেলাঠেলি। পরে পুলিস পৌছে পরিস্থিতি সামলায়। তবে উদ্যোক্তাদের কাউকে পাওয়া যায়নি। পার্টিতে যোগ দিতে আসা লোকজনের অভিযোগ, অনুষ্ঠানের কোনও পুলিসি অনুমতি ছিল না। প্রশ্ন উঠছে, থানার একদম কাছে পুলিসের অনুমতি ছাড়া কীভাবে এমন অনুষ্ঠান চলছিল। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।


আরও পড়ুন: বর্ষবরণ রাতে পার্ক স্ট্রিট আসার পথে বাইক দুর্ঘটনা, মৃত্যু হাওড়ার যুবকের