তীব্র ভাষায় যাদবপুরে পুলিসি তাণ্ডবের নিন্দা করলেন বুদ্ধিজীবীরা। শুধু নিন্দাই নয়, ছাত্রদের মিছিলে পা মেলালেন কৌশিক সেন, সমীর আইচ, মীরাতুন নাহাররা। নিরস্ত্র ছেলেমেয়েদের ওপর পুলিসের নৃশংস হামলা তাঁকে ব্যথিত করেছে, মন্তব্য কবি শঙ্খ ঘোষের।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পুলিসের লাঠিচার্জের প্রতিবাদে পথে নামলেন ছাত্রছাত্রীরা। মিছিলে হেঁটে উপাচার্যের পদত্যাগ দাবি করলেন তাঁরা। ছাত্রছাত্রীদের দাবি সমর্থন করেছেন বুদ্ধিজীবীরাও। তীক্ষ্ণ ভাষায় যাদবপুরে পুলিসি তাণ্ডবের সমালোচনা করেছেন কবি শঙ্খ ঘোষ। তাঁর মন্তব্য, মধ্যরাতের অন্ধকারে নিরস্ত্র ছেলেমেয়েদের ওপর পুলিসের নৃশংস হামলার কথা জেনে লজ্জা আর গ্লানিতে অবশ হয়ে যাচ্ছে মন।


এ দিন ছাত্রছাত্রীদের প্রতিবাদ মিছিলে সামিল হন অধ্যাপক সহ যাদবপুরের প্রাক্তনীরাও। যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বর থেকে শুরু হয়ে মিছিল যায় গোলপার্ক পর্যন্ত। গোলপার্ক থেকে মিছিল ফিরে আসে বিশ্ববিদ্যালয়ে।