বিক্রম দাস: খাস কলকাতায় বসেই চলছিল আন্তর্জাতিক প্রতারণা চক্র। ইতিমধ্যেই যেই চক্রের শিকার প্রায় ২৩ হাজার ব্রিটিশ নাগরিক। এবার সেই চক্রই ফাঁস করল কলকাতা পুলিসের সাইবার সেল। আর কাজের বাহবা দিতে সুদূর লন্ডন থেকে এল ধন্যবাদের ফোন। কলকাতা পুলিসের সাইবার ক্রাইম সেলের এই কাজের জন্য অনুজ শর্মাকে ফোন করে ধন্যবাদ জানালেন খোদ লন্ডনের পুলিস কমিশনার। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


পুলিস সূত্রে খবর, কিছুদিন আগে গোপন সূত্রে খবর পেয়ে মধ্য কলকাতার দুটি কল সেন্টারে হানা দেয় কলকাতা পুলিসের সাইবার ক্রাইম সেলের আধিকারিকরা। কল সেন্টার থেকে দুজনকে গ্রেফতার করেছে পুলিস। তাঁদের জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই ওই কল সেন্টার থেকেই সক্রিয় এই প্রতারণা চক্র। ব্রিটিশ নাগরিকদের ফোন করে ব্যাঙ্ক জালিয়াতি করা হচ্ছিল। এখনও পর্যন্ত প্রায় ২৩ হাজার ব্রিটিশ নাগরিক এই প্রকারণা চক্রের শিকার। পাশাপাশি জানা গিয়েছে একটি বিরাট চক্র রয়েছে এর নেপথ্যে। লন্ডন থেকেই গোটা বিষয়টি নিয়ন্ত্রণ করছেন তাঁরা।


আরও পড়ুন: কালীপুজোর ৫০ হাজার টাকা চাঁদা নিয়ে বচসা, ব্যাপক ভাঙচুর বরানগরের ধাবায়


ধৃতদের পুলিসি হেফাজতে রেখে দফায় দফায় জেরা চলছে। শহরে আরও কোনও জায়গায় এই জাল ছড়িয়ে রয়েছে কিনা তারও খোঁজ করা হচ্ছে।