নিজস্ব প্রতিবেদন : সল্টলেক সিজিও কমপ্লেক্সে সিবিআই দফতরে এসএস সিআইডি অর্ণব ঘোষের জেরা চলাকালীনই ঘটল চাঞ্চল্যকর ঘটনা। সিবিআই দফতরে ২ ট্রাঙ্ক ভর্তি নথি পৌঁছে দিল বিধাননগরের পুলিস। পুলিস সূত্রে খবর, ওই ট্রাঙ্কের মধ্যে সারদা মামলা সংক্রান্ত নথি রয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


সারদা তদন্তে সিবিআই-এর প্যাঁচে এবার বিধাননগর কমিশনারেটের প্রাক্তন গোয়েন্দাপ্রধান অর্ণব ঘোষ। কলকাতার প্রাক্তন নগরপাল তথা সারদা কেলেঙ্কারির তদন্তে গঠিত সিটের প্রধান রাজীব কুমারের পরই সিবিআই-এর নজরে এবার অর্ণব ঘোষ। কারণ রাজীব কুমার নেতৃত্বাধীন সিটের তিনিই ছিলেন সেকেন্ড ইন কম্যান্ড। রাজীব কুমারের বিশেষ আস্থাভাজন ছিলেন অর্ণব। পাশাপাশি সেইসময় অর্ণব ঘোষ ছিলেন বিধাননগর কমিশনারেটের গোয়েন্দাপ্রধান। সিবিআই সূত্রে খবর, সারদা কেলেঙ্কারির তখন তদন্তে একাধিক তথ্যপ্রমাণ জোগাড় করেছিলেন অর্ণব ঘোষ।


আরও পড়ুন, সিবিআইয়ের সমন খারিজের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হলেন রাজীব কুমার


প্রসঙ্গত, সারদা কেলেঙ্কারির তদন্তে হাজিরার জন্য বেশ কয়েকবার সমন পাঠানো হয়েছিল অর্ণব ঘোষকে। কিন্তু প্রতিবারই অর্ণব ঘোষ হাজিরা এড়িয়ে যান। শেষপর্যন্ত, বুধবার সকাল ১০টা নাগাদ সিবিআই দফতরে হাজিরা দেন অর্ণব ঘোষ। শুরু হয় জেরা। টানা ৯ ঘণ্টা ম্যারাথন জেরা করা হয় পুলিস কর্তাকে। সন্ধ্যে ৭টা ৪০ নাগাদ সিজিও কমপ্লেক্স থেকে বের হন বিধাননগর কমিশনারেটের প্রাক্তন গোয়েন্দাপ্রধান। এরপর আবার আজ সকাল সাড়ে ১০টা নাগাদ সিজিও কমপ্লেক্সে তলব করা হয় অর্ণব ঘোষকে। সিবিআই সূত্রে জানা যায়, জিজ্ঞাসাবাদ অসম্পূর্ণ থাকার কারণেই আজ ফের তলব করা হয়েছে অর্ণব ঘোষকে।