নিজস্ব প্রতিবেদন: মঙ্গলবার সাড়ে সাতটায় ইডেনে হচ্ছে গুজরাত টাইটান্স (Gujarat Titans) বনাম রাজস্থান রয়্যালস(Rajasthan Royals)-এর ম্যাচ। অন্যদিকে, বুধবার রয়েছে লখনউ সুপার জায়েন্টস (Lucknow Super Giants) বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্য়াঙ্গালোর (Royal Challengers Bangalore) এর লড়াই। হাই ভোল্টেজ ওইসব মচ্যার আগেই শুরু হয়েছে টিকিটের কালোবাজারি। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আইপিএলের টিকিটের কালোবাজারির অভিযোগে ৫ জনকে গ্রেফতার করল কলকাতা পুলিসের গুন্ডাদমন শাখা। গোপন সূত্রে খবর পেয়ে ময়দান এলাকায় অভিযান চালায় পুলিস। ধৃতরা হল রাহুল বিশ্বাস, সৌমদীপ মণ্ডল, দীপঙ্কর দাস, স্বগত চাঁদ, অয়ন মাইতি। ধৃতদের কাছ থেকে ৫০টি টিকিট বাজেয়াপ্ত করা হয়েছে।


সূত্রের খবর কিছু কমপ্লিমেন্টারি টিকিট বিক্রি করতে গিয়েছে ধরা পড়ে গিয়েছে অভিযুক্তরা। ইডেন গার্ডেন্সের আসপাশে যেখানে মানুষ টিকিটের খোঁজ করছিলেন সেখান থেকেই তাদের গ্রেফতার করা হয়। সেখানেই তাদের টিকিটের দাম হাঁকতে দেখা যায়। সবাইকেই ধরা হয়েছে হাতেনাতে। মনে করা হচ্ছে কমপ্লিমেন্টারি কোটায় এরা ১০টি করে টিকিট জোগাড় করেছিল।ওইসব টিকিট অভিযুক্তরা প্রায় দশ গুণ দামে বিক্রির চেষ্টা করছিল। আইপিএলের টিকিটের যেখানে হাহাকার সেখানে ওইসব অভিযুক্তরা কোন ফর্মুলায় তারা ওইসব টিকিট জোগাড় করলেন তা তদন্ত করে দেখা হচ্ছে। 


আরও পড়ুন-Metro Special For IPL: আইপিএলের ম্যাচ দেখে ফিরবেন কীভাবে, স্পেশাল ট্রেন চালাবে মেট্রো


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)