নিজস্ব প্রতিবেদন:  'এইসব নোংরা রাজনীতি মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) আমলেই হচ্ছে। আগে কখনও কোথায় হয়নি।' IPS অফিসারদের ডেপুটেশন ইস্যুতে প্রতিক্রিয়া বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীর (Kailash Vijayvargiya)। তিনি বলেন, 'কেন্দ্রের ও রাজ্যের কী কী নিয়ম আছে, তা মমতা বন্দ্যোপাধ্যায়ের জানা উচিত।'


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: 'রাজ্যের ৩ IPS-কে ছাড়া হবে না', সাফ জানিয়ে দিলেন মন্ত্রী Subrata Mukherjee


প্রথম থেকেই আপত্তি ছিল রাজ্যের। আশঙ্কা ছিল কেন্দ্র-রাজ্যের সংঘাতেরও। বাস্তবে হলও তাই। নবান্নের আপত্তি অগ্রাহ্য করে বৃহস্পতিবার রাজ্যে কর্মরত তিন IPS-কে নয়া পোস্টিং দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক (Ministry of Home Affairs)। রাজীব মিশ্রকে পাঠানো হয়েছে ITBP,আর প্রবীণ ত্রিপাঠীকে SSB-তে।  ভোলানাথ পাণ্ডে-কে KBPRD-তে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।  তাঁর মতে, এই ঘটনা 'ক্ষমতার আস্ফালন' ও '১৯৫৪ IPS ক্যাডার রুলের অপব্যবহার'। রাজ্যের ওই তিন IPS-কে  ছাড়া হবে না, সাংবাদিক সম্মেলনে তা স্পষ্ট করে দিয়েছেন পঞ্চায়েত ও গ্রামোয়ন্ননমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ও (Subrata Mukherjee)। 


আরও পড়ুন: 'আসল কারণ কী?', নারদা প্রসঙ্গ তুলে পোস্টারে কড়া আক্রমণ শুভেন্দুকে (Suvendu Adhikari)


এদিন লখনউ থেকে কলকাতায় ফিরলেন BJP নেতা কৈলাস বিজয়বর্গীয় (Kailash Vijayvargiya)।  বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নে জবাবে তিনি  বলেন, 'এটা কেন্দ্রের অধিকার।  যাঁরা ভারত সরকারের অধীনে কাজ করেন, 'তাঁদের বদলির করার অধিকার রয়েছে কেন্দ্রের। কেন্দ্র ও রাজ্যের কী কী নিয়ম আছে, তা মমতা বন্দ্যোপাধ্যায়ের জানা উচিত। সমস্ত বিষয়েই যদি বিরোধিতা করেন,তাহলে সাধারণ মানুষ বিপদে পড়বেন।' সেইসঙ্গে রাজ্যের রাষ্ট্রপতি শাসন জারির পক্ষে ফের সওয়াল করেন কৈলাস। বলেন, 'পশ্চিমবঙ্গে অরাজকতা চলছে। মানুষের জীবন ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে। এইসব নোংরা রাজনীতি মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলেই হচ্ছে, আগে কখনও কোথা হয়নি। পশ্চিমবঙ্গে কোনও আইনশৃঙ্খলা নেই। সেই কারণেই রাষ্ট্রপতি শাসন জারি হওয়া উচিত।'


উল্লেখ্য, ১২ ডিসেম্বরে BJP-র সর্বভারতীয় সভাপতি JP Nadda-র সফরকে কেন্দ্র করে ধুন্ধুমারকাণ্ড ঘটে কলকাতায়। ডায়মন্ড হারবার যাওয়ার পথে হামলা হয় তাঁর কনভয়ে। সেই ঘটনার পর কড়া পদক্ষেপ করে কেন্দ্র। কলকাতায় নাড্ডার (JP Nadda) কর্মসূচির দায়িত্বে ছিলেন ৩ IPS অফিসার, রাজীব মিশ্র, প্রবীণ ত্রিপাঠী ও ভোলানাথ পাণ্ডে।  তিনজনকে কেন্দ্রের ডেপুটেশনে দিল্লিতে ডেকে পাঠায় স্বরাষ্ট্রমন্ত্রক (Ministry of Home Affairs)। এই সিদ্ধান্তে আপত্তি তোলে রাজ্য। সেই আপত্তি অগ্রাহ্য করেই এদিন ওই তিন পুলিশ আধিকারিককে নয়া পোস্টিং দেওয়া হল।