ওয়েব ডেস্ক : টানা দুদিনের জেরায় CBI -র কাছে চাঞ্চল্যকর দাবি IPS অফিসার SMH  মির্জার। জেরার মুখে ম্যাথু স্যামুয়েলের থেকে টাকা নেওয়া কথা স্বীকার করেছেন মির্জা। খবর CBI  সূত্রে। গোয়েন্দাদের সামনে মির্জার দাবি, অনাথ আশ্রমের অনুদানের জন্য তিনি টাকা নিয়েছিলেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

তবে মির্জার এই দাবি মানতে নারাজ গোয়েন্দারা। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে খবর,  ভিডিও ফুটেজে মির্জার কথাবার্তা বারবার খতিয়ে দেখেই তারা এমনটা মনে করছেন। টাকা নেওয়ার পাশাপাশি, ম্যাথুর উপস্থিতিতে এক সাংসদের সঙ্গে ফোনে কথা হওয়ার কথাও মেনে নিয়েছেন এই IPS। তবে সেই কথোপকথন একেবারেই ব্যক্তিগত স্তরের ছিল, বলে CBI-কে জানান তিনি। CBI  সূত্রে খবর জেরায় বিস্তর অসঙ্গতি পেয়েছেন তাঁরা।


আরও পড়ুন, চিকিত্সায় চূড়ান্ত গাফিলতির অভিযোগে দোষী সাব্যস্ত অ্যাপোলো, জরিমানা ৩০ লাখ