ওয়েব ডেস্ক: নারদ মামলায় তৃণমূল বিধায়ক ইকবাল আহমেদকে দিনভর ম্যারাথন জেরা করল সিবিআই। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে খবর, জেরায় স্টিং অপারেশন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে। নারদ ভিডিও-তে যে ১২ জনকে টাকা নিতে দেখা যায়, তাঁরা ছাড়া আর কারা ম্যাথু স্যামুয়েলের কাছ থেকে টাকা নেন? স্টিং-কাণ্ডের অসম্পাদিত ফুটেজ দেখিয়ে একথা ইকবালের কাছে জানতে চায় সিবিআই। প্রশ্ন করা হয়, নারদ-কর্তা ম্যাথু স্যামুয়েলের কাছ থেকে কেন তিনি টাকা নিয়েছিলেন? ম্যাথুকে কোন কোন নেতার কাছে নিয়ে যান তিনি? সিবিআই-এর দ্বিতীয় নোটিসে আজ বেলা এগারোটা নাগাদ নিজাম প্যালেসে পৌছন ইকবাল। সিবিআই-এর ডিআইজি অভয় সিং তাঁকে জেরা করেন। সন্ধে পর্যন্ত চলে জেরা। কাল আবার জেরার জন্য ইকবালকে ডেকেছে সিবিআই। (আরও পড়ুন- দমকলে ঘুষ কালচার বন্ধ করতে কড়া পদক্ষেপ দমকলমন্ত্রীর)