দমকলে ঘুষ কালচার বন্ধ করতে কড়া পদক্ষেপ দমকলমন্ত্রীর

দমদমের পর ঠাকুরপুকুর। ফের দমকল আধিকারিকের বিরুদ্ধে ঘুষ চাওয়ার অভিযোগ। কম্পালসরি ওয়েটিংয়ে পাঠানো হল বেহালা-ঠাকুরপুকুর দমকল বিভাগের প্রধান TK সিনহাকে। তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত চলছে। দায়িত্বে দমকলের ডিরেক্টর  P জগমোহন। ঠাকুরপুকুরের কমলা বিদ্যামন্দির স্কুল ক্লাস এইট থেকে মাধ্যমিক স্তরে উন্নীত হবে। পরিকাঠামো উন্নয়নের জন্য দমকলের অনুমতি নিতে যায় স্কুল কর্তৃপক্ষ। অভিযোগ, বেহালা-ঠাকুরপুকুর দমকল বিভাগের প্রধান TK সিনহা স্কুল কর্তৃপক্ষের কাছে ঘুষ চায়। কমলা বিদ্যামন্দির কর্তৃপক্ষ রাজি না হওয়ায়, তাদের লক্ষাধিক টাকার বিল ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। কাউন্সিলর ঘনশ্রী বাগের কাছে অভিযোগ জানায় স্কুল কর্তৃপক্ষ। এরপর ওই কাউন্সিলর স্কুলের সদস্যদের নিয়ে দমকলমন্ত্রীর কাছে যান। সব শুনে কড়া পদক্ষেপ নেন দমকলমন্ত্রী। শোভন চট্টোপাধ্যায়ের সাফ কথা, কোনও সরকারি স্কুলের পরিকাঠামো উন্নয়নে ছাড়পত্র দিতে গিয়ে দমকল যদি ঘুষ চায়, তাহলে সরাসরি তাঁকে অভিযোগ জানানো হোক।  8478888888 এই নম্বরে হোয়াটস অ্যাপ করলেই অভিযোগ পৌছে যাবে সোজা শোভন চট্টোপাধ্যায়ের কাছে। দমকলে ঘুষ কালচার বন্ধ করতেই দমকলমন্ত্রীর এমন পদক্ষেপ।

Updated By: Jun 15, 2017, 04:57 PM IST
দমকলে ঘুষ কালচার বন্ধ করতে কড়া পদক্ষেপ দমকলমন্ত্রীর

ওয়েব ডেস্ক : দমদমের পর ঠাকুরপুকুর। ফের দমকল আধিকারিকের বিরুদ্ধে ঘুষ চাওয়ার অভিযোগ। কম্পালসরি ওয়েটিংয়ে পাঠানো হল বেহালা-ঠাকুরপুকুর দমকল বিভাগের প্রধান TK সিনহাকে। তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত চলছে। দায়িত্বে দমকলের ডিরেক্টর  P জগমোহন। ঠাকুরপুকুরের কমলা বিদ্যামন্দির স্কুল ক্লাস এইট থেকে মাধ্যমিক স্তরে উন্নীত হবে। পরিকাঠামো উন্নয়নের জন্য দমকলের অনুমতি নিতে যায় স্কুল কর্তৃপক্ষ। অভিযোগ, বেহালা-ঠাকুরপুকুর দমকল বিভাগের প্রধান TK সিনহা স্কুল কর্তৃপক্ষের কাছে ঘুষ চায়। কমলা বিদ্যামন্দির কর্তৃপক্ষ রাজি না হওয়ায়, তাদের লক্ষাধিক টাকার বিল ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। কাউন্সিলর ঘনশ্রী বাগের কাছে অভিযোগ জানায় স্কুল কর্তৃপক্ষ। এরপর ওই কাউন্সিলর স্কুলের সদস্যদের নিয়ে দমকলমন্ত্রীর কাছে যান। সব শুনে কড়া পদক্ষেপ নেন দমকলমন্ত্রী। শোভন চট্টোপাধ্যায়ের সাফ কথা, কোনও সরকারি স্কুলের পরিকাঠামো উন্নয়নে ছাড়পত্র দিতে গিয়ে দমকল যদি ঘুষ চায়, তাহলে সরাসরি তাঁকে অভিযোগ জানানো হোক।  8478888888 এই নম্বরে হোয়াটস অ্যাপ করলেই অভিযোগ পৌছে যাবে সোজা শোভন চট্টোপাধ্যায়ের কাছে। দমকলে ঘুষ কালচার বন্ধ করতেই দমকলমন্ত্রীর এমন পদক্ষেপ।

আরও পড়ুন, স্কুলে অস্বাভাবিক ফি, ফি আদায়ে হুমকি SMS; বিক্ষোভে অভিভাবকরা

.