পুজোয় জমাটি পেটপুজোর এলাহি আয়োজন আইআরসিটিসির
ওয়েব ডেস্ক : পুজোর চারদিন জমাটি পেটপুজো। কেয়ার অব রেল। কি নেই মেনুতে? শাহি মুর্গ কোর্মা... চিকেন দো পেয়াঁজা... ঘি কড়াইশুঁটি দিয়ে মুগের ডাল... চিকেন রেজালা... মুর্গ দো পেঁয়াজা।
কোথায় মিলবে? হাওড়া বা শিয়ালদা থেকে যেকোনও দূরপাল্লার ট্রেনেই পুজোর চারদিন মিলবে এমন খাবার। সৌজন্যে আই আর সি টি সি। সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, চারদিনের এক-এক দিন মিলবে এক-একরকম মেনু।
কাজেই পুজোর কটা দিনের মধ্যে যদি কলকাতা ছেড়ে যাওয়ার পরিকল্পনা থাকে তবে মন খারাপ করবেন না। রেলের আতিথেয়তায় মহানন্দে বেরিয়ে পড়ুন।
আরও পড়ুন, ট্রেনে খাবারে সন্তুষ্ট নন? সঙ্গে সঙ্গে অভিযোগ জানান ট্যাবলেটে