কলকাতা: ইস্যু একই। প্রতিবাদে রাজপথে দুই শিবির। কিন্তু, রাজ্যে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে প্রধান মুখ কে? সমাবেশ আর পাল্টা মিছিলে উঠে এলো সেই প্রতিযোগিতাই।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বামেদের অভিযোগ, বাবরিকাণ্ডের প্রতিবাদে তৃণমূলের সমাবেশ স্রেফ লোক দেখানো। আর শাসক দলের জবাব, বামেরা এখন অপ্রাসঙ্গিক।বাবরি কাণ্ডের বাইশ বছর। সাম্প্রদায়িকতার বিরুদ্ধে মঞ্চ বেঁধে প্রতিবাদে শাসকদল। পথে নেমে বিশাল মিছিল বামেদেরও। দিল্লিতেও বিজেপির বিরুদ্ধে সরব দুই শিবির। কিন্তু, লাইন আলাদা। কলকাতায় বাবরিকাণ্ডের প্রতিবাদেও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে প্রধান মুখ কে, সামনে চলে এলো সেই প্রতিযোগিতা। ছয়ই ডিসেম্বর নিয়ে মুখ্যমন্ত্রীর সভাকে খোঁচা দিতে ছাড়েননি বামেরা।


বাবরিকাণ্ডের বাইশ বছরে দাঁড়িয়ে NDA-এর সঙ্গে তৃণমূলের অতীত সখ্যের কথাও মনে করিয়ে দিয়েছেন বামফ্রন্ট চেয়ারম্যান। খোঁচা অবশ্য চুপ করে হজম করেনি তৃণমূল।


দিল্লিতে মসনদে বিজেপি। রাজ্যেও মাথা তুলছে গেরুয়া নিশান। তাই, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সুর চড়ানোর তাগিদটা বামেদের পাশাপাশি শাকদলের কাছেও বড় চ্যালেঞ্জ। আর সেই টক্করেরই সাক্ষী থাকল শনিবারের রাজপথ।