ওয়েব ডেস্ক: খাস কলকাতায় চিকিত্সকের বাড়িতে আয়কর হানা। মিলল কোটি কোটি নগদ। তল্লাশিতে বিপুল সম্পত্তির হদিশ মিলেছে বলে গোয়েন্দা সূত্রের খবর। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন - "উইকেটে টিকে থাকলে রান এমনিই আসবে", কৌশলী জবাব মুকুল রায়ের


শুক্রবার থেকে স্ত্রীরোগ বিশেষজ্ঞ বাণীকুমার মিত্রের বেহালার বাড়ি ও চেম্বারে তল্লাশি চালাচ্ছেন আয়কর দফতরের গোয়েন্দারা। সূত্রের খবর, তল্লাশিতে বাড়ি ও চেম্বার থেকে লক্ষ লক্ষ নগদ উদ্ধার হয়েছে। আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তির অভিযোগেই আয়কর কর্তারা তাঁর বাড়িতে তল্লাশি চালানোর সিদ্ধান্ত নেন বলে জানা গিয়েছে। 



আয়কর দফতর সূত্রের খবর, বেহালার বীরেন রায় রোডে বাণীকুমারের বাড়ি ও চেম্বার থেকে মোট ৩.৫ কোটি নগদ উদ্ধার হয়েছে। গোয়েন্দারা জানতে পেরেছেন, তাঁর ডায়মন্ত সিটিতে রয়েছে বিলাসবহুল ফ্ল্যাট। শকুন্তলা পার্কেও একটি ফ্ল্যাট রয়েছে চিকিত্সকের। এছাড়া আলিপুরে একটি বাড়ি রয়েছে তাঁর।


বোকারোর এক মাফিয়ার মেয়েকে বিয়ে করেছিলেন বাণীকুমার। স্ত্রী বিয়োগের পর শ্বশুরমশাইয়েরও মৃত্যু হয়। তার পর বোকারোর গোটা সম্পত্তির মালিক হন বাণীকুমার। শহরের একাধিক বন্ধ্যাত্ব নিরাময় সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন তিনি। নিজেও SURGY নামে একটি সংস্থা খুলে বসেছিলেন। সেখানে নিঃসন্তান দম্পতিদের কাছ থেকে গর্ভধারণের জন্য ৩ - ৫ লক্ষ টাকা। বাংলাদেশ থেকে প্রচুর মানুষ আসতেন তাঁর কাছে চিকিত্সা করাতে। অভিযোগ লেনদেন হত বিনা রসিদেই।    


এর আগে কলকাতায় বিভিন্ন আর্থিক সংস্থা, ব্যবসায়ী ও রাজনৈতিক নেতাদের বাড়িতে আয়কর হানা হলেও চিকিত্সকের বাড়িতে এই প্রথম। গোয়েন্দা সূত্রের খবর, বাণীবাবুর শ্বশুরবাড়ি ঝাড়থণ্ডে। সেখানে প্রচুর সম্পত্তি রয়েছে তাঁর। সেই সব সম্পত্তির হিসাব নিকাশও চলছে।