Abhishek Banerjee: `কোন প্রতিহিংসার রাজনীতি`, অভিষেকের চপারে তল্লাশি আয়কর দফতরের!
বিজেপি নেতা, বরানগর উপনির্বাচনে প্রার্থী সজল ঘোষের পাল্টা প্রশ্ন, `আয়কর যদি কোথাও হানা দেয়, বাধা দেওয়ার কি আছে! তিনি ক্নিনচিট নিয়ে আসবেন। আয়কর তো আছেই খতিয়ে দেখার জন্য। চপারে করে কী নিয়ে যাচ্ছেন, এটা তো মানুষ জানতে চাইবে`। তিনি বলেন, `যখন নির্বাচনী বিধি চলছে, তখন টাকা সঙ্গে রাখার একটি নির্দিষ্ট লক্ষ্যমাত্রা আছে। তার উপরে যেতে পারবেন না। নির্দিষ্ট খবর ছিল হয়তো, সেই খবরের সূত্রে গিয়েছে। আতঙ্কিত হওয়ার কিছু নেই যদি কিছু না করে থাকেন। আর যদি করে থাকেন, তাহলে একে তাহলে একে তাকে দোষী দিয়ে লাভ কী`।
শ্রেয়সী গঙ্গোপাধ্যায় ও প্রবীর চক্রবর্তী: তখন ট্রায়াল রান চলছে। লোকসভা ভোটের মুখে এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চপারে হানা দিলেন আয়কর দফতরের আধিকারিকরা! এক্স হ্যান্ডেলে পোস্টে জানিয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক নিজেই।
ঘটনাটি ঠিক কী? দোরগোড়ায় লোকসভা ভোটে। রাজ্য়ের বিভিন্ন প্রান্তে তৃণমূল প্রার্থীদের হয়ে প্রচারে ব্যস্ত অভিষেক। আগামিকাল, সোমবার কলকাতা থেকে চপারে হলদিয়ার যাওয়া কথা তাঁর।
এদিন বেহালা ফ্লাইং ক্লাবে সেই চপারের ট্রায়াল রান চলছিল। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের দাবি, 'তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চপার, হেলিকপ্টারে ট্রায়াল রানের সময়ে আয়কর দফতরের আধিকারিকরা আচমকা হাল্লার রাজার সেনার মতো তল্লাশি করেছে। কেন তল্লাশি? বলতে পারেনি। নিরাপত্তারক্ষীরা ছবি তুলে যাচ্ছিল, ছবি তুলে দেইনি। ঝগড়া করেছে। কিছু খুঁজে পাইনি, অথচ প্রত্যেক ব্যাগ জিনিসপত্র খুলে, দেখে তছনছ করেছ। বাধা দিতে গেলে বা প্রশ্ন করলে বলছে, আটকে রাখব, দেরি করাব'।
কুণালের আরও বক্তব্য, 'কোন প্রতিহিংসার রাজনীতি! অভিষেক বন্দ্যোপাধ্যায়ে চপারে ট্রায়াল রানের জন্য আয়কর দফতরকে দায়ি হয়রান করা হয়েছে। আমরা তীব্র নিন্দা করছি। বিজেপি হারছে। কেন্দ্রীয় সরকার, তাঁদের সব এজেন্সিকে এভাবে পৈশাচিকভাবে তাণ্ডব করতে, গুন্ডামি করতে, বেআইনিভাবে হামলা করতে, এগুলো তারা পাঠাচ্ছে, মানুষ এর জবাব দেবে'।
চুপ করে থাকেননি অভিষেকও। এক্স হ্য়ান্ডেল পোস্টে তিনি লিখেছেন, 'NIA-র ডিজিকে না সরিয়ে আয়কর দফতরকে দিয়ে আমার চপারে তল্লাশি চালিয়েছে। কিছুই মেলেনি। জমিদাররা যাই করুক, বাংলা দমবে না'।
এদিকে বিজেপি নেতা, বরানগর উপনির্বাচনে প্রার্থী সজল ঘোষের পাল্টা প্রশ্ন, 'আয়কর যদি কোথাও হানা দেয়, বাধা দেওয়ার কি আছে! তিনি ক্নিনচিট নিয়ে আসবেন। আয়কর তো আছেই খতিয়ে দেখার জন্য। চপারে করে কী নিয়ে যাচ্ছেন, এটা তো মানুষ জানতে চাইবে'। তিনি বলেন, 'যখন নির্বাচনী বিধি চলছে, তখন টাকা সঙ্গে রাখার একটি নির্দিষ্ট লক্ষ্যমাত্রা আছে। তার উপরে যেতে পারবেন না। নির্দিষ্ট খবর ছিল হয়তো, সেই খবরের সূত্রে গিয়েছে। আতঙ্কিত হওয়ার কিছু নেই যদি কিছু না করে থাকেন। আর যদি করে থাকেন, তাহলে একে তাহলে একে তাকে দোষী দিয়ে লাভ কী'।
আরও পড়ুন: Barahanagar Incident: পচন ধরে গিয়েছে শরীরে, বরাহনগর থেকে উদ্ধার বাবা-ছেলে-নাতির দেহ
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)