নিজস্ব প্রতিবেদন: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গিয়ে পড়ুয়াদের বিক্ষোভের মুখে আচার্য তথা রাজ্যপাল জগদীপ ধনখড়। বিশ্ববিদ্যালয়ের কোর্ট বৈঠকে যোগ দিতে রাজ্যপাল বিশ্ববিদ্যালয়ের পৌঁছতেই তাঁর গাড়ি ঘিরে ওঠে গো ব্যাক স্লোগান, দেখানো হয় কালো পতাকা। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মঙ্গলবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন। তার আগে সোমবার বিশ্ববিদ্যালয়ের কোর্ট বৈঠকে যোগ দিতে যান রাজ্যপাল জগদীপ ধনখড়। রাজ্যপাল পৌঁছনোর খবরে আগে থেকেই তৈরি ছিলেন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। রাজ্যপাল পৌঁছতেই শুরু হয় তুমুল বিক্ষোভ। গো ব্যাক স্লোগান দিতে থাকেন ছাত্রছাত্রীরা। ছিল কালো পতাকাও। ছাত্রছাত্রীদের সঙ্গে বিক্ষোভে যোগ দেন শিক্ষাকর্মীরাও। 


হাইকোর্টে মামলার জেরে CAA বিরোধিতায় খানিক পিছু হঠল রাজ্য সরকার


পড়ুয়াদের দাবি, নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে রাজ্যপালের অবস্থান পক্ষপাতদুষ্ট। দিল্লির শাসকের হয়ে কথা বলছেন তিনি। তাছাড়া বাবুলকাণ্ডে রাজ্যপালের ভূমিকাতেও ক্ষোভ ছিল পড়ুয়াদের মধ্যে। 


বিক্ষোভের মধ্যে বেশ কিছুক্ষণ আটকে থাকে রাজ্যপালের গাড়ি। এর পর গাড়ি থেকে নেমে হেঁটে কোর্টরুমে যান রাজ্যপাল। যদিও কোর্টরুমে ঢুকতে পারেননি তিনি।  


বলে রাখি, পশ্চিমবঙ্গের রাজ্যপালের দায়িত্ব নেওয়ার পর থেকেই জগদীপ ধনখড়ের সঙ্গে রাজ্য সরকারের সংঘাত চরমে পৌঁছেছে। তার রেশ পড়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয় পরিচালনায়। সম্প্রতি রাজ্যপালকে ছাড়াই সমাবর্তনের সিদ্ধান্ত নেয় যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পালটা রাজ্যপাল বলেন, তাঁকে এড়িয়ে সমাবর্তন আয়োজনের চেষ্টা হলে এক্তিয়ার প্রয়োগ করবেন তিনি।