নিজস্ব প্রতিবেদন: ফের ব্যথিত রাজ্যপাল জগদীপ ধনখড়। জানালেন, রাজ্যের মন্ত্রীরা তাঁর সম্পর্কে যে মন্তব্য করেছেন তা তিনি মেনে নিতে পারছেন না তিনি। শুক্রবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বোর্ড মিটিং-এ গিয়েও রাজ্যের মন্ত্রীদের ব্যবহার নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন তিনি। এদিন রাজ্যপাল বলেন, "কেউ রাজ্যপালকে ট্যুরিস্ট বলছে, কেউ আবার শিলিগুড়ি যাত্রাকে গিমিক বলছেন।" 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের মন্তব্য নিয়েও মুখ খুলেছেন জগদীপ ধনখড়। তাঁর অভিযোগ তাঁর নিরাপত্তা নিয়ে না জেনেই মন্তব্য করা হয়েছে। তাঁর কথায়, "আমি আমার আমার লক্ষ্মণ রেখা অতিক্রম করিনি।" এ প্রসঙ্গে তাঁর পাল্টা দাবি, "কিছু না জেনেই মন্তব্য করা হচ্ছে।"


এ বিষয়ে মুখ্যমন্ত্রীকে উদ্দেশে রাজ্যপালের পাল্টা মন্তব্য, " মুখ্যমন্ত্রীর উচিৎ তার মন্ত্রীসভার সদস্য়দের নিয়ন্ত্রণ করা। পাশাপাশি তাঁরা কী মন্তব্য করছে সে বিষয়টিও নেত্রীর দেখা দরকার।" সব মিলিয়ে রাজ্য রাজ্যপাল সংঘাত যেন কাটতেই চাইছে না।