নিজস্ব প্রতিবেদন: হাওয়ালা চার্জশিটে তাঁর নাম নেই। মুখ্যমন্ত্রীর দাবি সত্য থেকে অনেক দূরে। মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ খণ্ডন করলেন রাজ্যপাল জগদীপ ধনখড় (Governor Jagdeep Dhankhar)। তিনি জানান,'হাওয়ালা জৈন মামলার কথা উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী। তাঁর মতো অভিজ্ঞ রাজনীতিক এই ধরনের উত্তেজনা তৈরি করবেন, এটা প্রত্যাশা করিনি। উনি ভুল তথ্য দিচ্ছেন। আপনাদের জিজ্ঞেস করা উচিত, কোন চার্জশিটের কথা বলছেন? আপনাদের বলি, রাজ্যপালের নাম চার্জশিটে ছিল না। এমন কোনও নথি নেই। এটা সত্য থেকে অনেক দূর। সম্পূর্ণ মিথ্যা। বিভ্রান্তিকর তথ্য।'


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রাজ্যপালের নাম হওয়ালা চার্জশিটে রয়েছে বলে এ দিন অভিযোগ করেন মমতা (Mamata Banerjee)। তাঁর কথায়,'এই রাজ্যপালের (Governor Jagdeep Dhankhar) নাম হাওয়ালা জৈন মামলায় ছিল। জনস্বার্থ মামলা হয়েছে। এটা এখনও ঝুলে আছে। আর কী জানতে চান? উনি দুর্নীতিগ্রস্ত লোক। এরকম লোককে কেন রাজ্যপাল করা হল? কেন্দ্রীয় সরকার জানে না তো আমি বলে দিচ্ছি, ১৯৯৬ সালের হাওয়ালা জৈন কেলেঙ্কারির চার্জশিটে ওঁর নাম আছে কি না, দেখুন। চার্জশিটে নাম ছিল। তার পর আদালতে গিয়ে ওরা ক্লিয়ার করে। তার পর আবার রিট পিটিশন বা জনস্বার্থ মামলা দাখিল হয়। সেটা আদালতে এখনও পড়ে আছে।'


রাজ্যপাল (Governor Jagdeep Dhankhar) জবাব দেন,'আপনাদের জিজ্ঞেস করা উচিত, কোন চার্জশিটের কথা বলছেন? কোথায় রাজ্যপালের নাম আছে? আপনাদের বলি, রাজ্যপালের নামে কোনও চার্জশিট নেই। এটা সত্য থেকে অনেক দূরে। সম্পূর্ণ মিথ্যা। অজিত পাঁজা,যশবন্ত সিনহাদের নাম হাওয়ালা চার্জশিটে ছিল। চার্জশিটে নাম থাকা সকলে মুক্তি পেয়েছেন। যশবন্ত সিনহার নামও চার্জশিটে ছিল। উনি ছাড়া পাওয়ায় খুশি হয়েছিলাম।' 


মাথানত করবেন না বলেও হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যপাল (Governor Jagdeep Dhankhar)। তাঁর কথায়,'এখন দেখছি, জনাদেশ পেয়ে সাংবিধানিক প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা হচ্ছে। এটা হওয়া উচিত নয়। সেনসেশনের শিকার হওয়া উচিত নয় অভিজ্ঞ রাজনীতিকের। বাংলার প্রথম সেবক হওয়ার জন্য যে কোনও পরিস্থিতিতে মাথানত করব না। সংবিধানের সামনে নতমস্তক হব। আমি বাচ্চাদের দস্তানা পরিনি। সংবিধান আমার মেরুদণ্ড দিয়েছে। আমি যতটা পারব ততটা করব।' 


আরও পড়ুন- সরকারের কোনও ভূমিকা নেই, পুলিস-পুরসভা দায়িত্ব এড়াতে পারে না, টিকা-কাণ্ডে Mamata


 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)