কুণাল ঘোষ আত্মহত্যার চেষ্টা করায় প্রেসিডেন্সি জেলের সুপার, চিকিত্‍সক ও কূণালের সেলের দায়িত্বে থাকা কারারক্ষীকে সাসপেন্ড করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। আর কিছুক্ষণের মধ্যে সাসপেনশনের চিঠি জেল কর্তৃপক্ষের কাছে পৌঁছে যাবে বলে জানা গিয়েছে। এছাড়াও গোটা ঘটনার জন্য তদন্ত কমিটি গঠন করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

চিকিত্‍সক গৌতম দাশগুপ্তের নির্দেশেই কুণাল ঘোষ প্রতিদিন ৩টি করে ওষুধ খেতেন। নার্ভ, প্রেসার ও ঘুমের জন্য ওষুধ খেতেন তিনি। কুণাল ঘোষের দাবি উনি আটান্নটি ঘুমের ওষুধ খেয়েছেন। একসঙ্গে এত বেশি ঘুমের ওষুধ তার কাছে গেল কীকরে? সেই প্রশ্নেই চিকিত্‍সক গৌতম দাশগুপ্তকে সাসপেন্ড করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে কূণাল ঘোষ আত্মহত্যা প্রবণ জানা সত্ত্বেও কেন তার সেলে অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়নি সেই বিতর্কে সাসপেন্ড করা হয়েছে জেল সুপার নবীন সাহা ও নজরদারিতে গাফিলতির কারণে সাসপেনশনের মুখে পড়েছেন কুণালের সেলের কারারক্ষীকে।