ওয়েব ডেস্ক : মারা গেলেন সান্থারায় থাকা সোহানি দেবী দুগ্গর। জৈন ধর্মের প্রথা মেনে গত মাসের কুড়ি তারিখ অনশন শুরু করেন গড়িয়াহাটের এই বৃদ্ধা। জৈনদের বিশ্বাস জরাগ্রস্ত অবস্থায় অন্নজল ত্যাগ করলে শরীরের কাজ কমে যায়। মন হয়ে ওঠে আধ্যাত্মিকতার আধার। এইভাবেই একদিন দেহ থেকে মুক্তি পায় আত্মা। সেই মুক্তির প্রতিক্ষাতেই অন্নজল ত্যাগ করেছিলেন সোহানি দেবী। গতকাল  তাঁর মৃত্যু হয়। শেষকৃত্যের পর পরিবারের তরফে মৃত্যুর খবর জানানো হয়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- শহরে ফের আক্রান্ত পুলিস, অভিযুক্ত মদ্যপ দম্পতি


সান্থারায় মৃত্যু হয়েছে এই শহরেরই এক বৃদ্ধার। সান্থারা নিয়ে রয়েছে নানা বিতর্ক। তবে, সুপ্রিম কোর্টের নির্দেশের পর এই প্রথা অনুসরণ করায় আইনি বাধা নেই।