ওয়েব ডেস্ক: জাপানি এনসেফ্যালাইটিসের থাবা বসল শহর কলকাতায়। শহরের দুটি হাসপাতালে এখন জাপানি এনসেফ্যালাইটিসে আক্রান্ত ভর্তি দুই রোগী। স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে ভর্তি বছর পনেরোর এক কিশোর। পেশায় রিক্সাচালক এই কিশোরের বাড়ি পূর্ব কলকাতার আনন্দপুরে। সিসিইউ-তে ভেন্টিলেশনে রয়েছে ওই কিশোর।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

অন্যদিকে, খিদিরপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন এক মহিলা। তিনি দক্ষিণ কলকাতার বাসিন্দা। যদিও স্বাস্থ্যসচিব মলয় দে-র দাবি, আক্রান্তরা কেউই কলকাতার বাসিন্দা নন। কিশোরের পরিবার থাকেন সোনারপুরে। আর ওই মহিলা মুর্শিদাবাদের বাসিন্দা। কর্মসূত্রে তারা কলকাতায় থাকেন।  


উত্তরবঙ্গের পাশাপাশি হুগলিতে জাপানি এনসেফ্যালাইটিস থাবা বসিয়েছে।