নিজস্ব প্রতিবেদন: ভালো লাগছে তাঁর। তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে ভালো লাগছে তাঁর। জোড়াফুলে যোগ দিয়েই প্রথম প্রতিক্রিয়া জয়প্রকাশ মজুমদারের (Jay Prakash Majumdar)। ঘাসফুল শিবিরে যোগ দিয়ে এমনটাই বললেন 'বহিষ্কৃত বিজেপি' নেতা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এদিন নজরুল মঞ্চে তৃণমূলের (TMC) বর্ধিত রাজ্য কমিটির বৈঠকে দলীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উপস্থিতিতেই জোড়াফুলে যোগদান করেন জয়প্রকাশ মজুমদার (Jay Prakash Majumdar)। তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন ফিরহাদ হাকিম। তৃণমূলে যোগ দিয়েই এদিন দলীয় পদ ও পেয়েছেন জয়প্রকাশ মজুমদার। তৃণমূলের রাজ্য সহ সভাপতির দায়িত্ব পেয়েছেন তিনি।


প্রসঙ্গত, দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিজেপিতে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছিল জয়প্রকাশ মজুমদারকে। তারপর বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক তোপও দেগেছিলেন তিনি। এরপর সবার নজর কাড়ে বিধাননগর পুরভোটের দিন সব্যসাচী-জয়প্রকাশ কোলাকুলি। জল্পনা সেদিনই ছড়িয়েছিল। আজ সরকারিভাবে সিলমোহর পড়ল। আজ নজরুল মঞ্চে তৃণমূলের বৈঠকে জয়প্রকাশ মজুমদার যোগ দিতে উপস্থিত হলেই হই চই পড়ে যায় রাজ্য রাজনীতিতে।


জয়প্রকাশ মজুমদারের (Jay Prakash Majumdar) তৃণমূলে যোগদানকে বিজেপি (BJP) নেত্রী লকেট চ্যাটার্জি (Locket Chatterjee) 'নিজস্ব সিদ্ধান্ত, ব্যক্তিগত সিদ্ধান্ত' বলে মন্তব্য করেছেন। বলেন, "এইভাবে দলের এই সময়ে, আমরা সবাই মিলে তাঁকে বলা সত্ত্বেও যদি উনি এই ধরনের সিদ্ধান্ত নেন, তাহলে এটাতে আমার আর বলার কিছু নেই। এটুকুই বলব যে আমরা বিজেপি একটা পরিবার।" অন্যদিকে বিজেপি রাজ্য় সভাপতি সুকান্ত মজুমদার বলেন, "শৃঙ্খলাহীন সৈনিকের ব্যাপারে বলার কিছু নেই। আর উনি তো আগেই সাসপেন্ডেড ছিলেন।"


আরও পড়ুন, Abhishek Banerjee: সাধারণ মানুষের 'অসুবিধা' হচ্ছে, অভিষেকের 'অনুরোধে' সরল বাড়ির সামনের ব্যারিকেড


Mamata Banerjee: 'দলের প্রার্থীকে হারিয়ে নির্দল নিয়ে ঘোরা! সুযোগ এলে দল ক্যাঁচ করে আপনার নাম কেটে দেবে': মমতা


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)