নিজস্ব প্রতিবেদন: ভুল বোঝাবুঝি হয়েছিল। মিটে গিয়েছে। অরূপ রায়ের সঙ্গে বৈঠকের পর তৃণমূলে থাকছেন বলে জানিয়ে দিলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি (Jitendra Tiwari)। বললেন,'দলেই থাকব। দিদিকে দুঃখ দিয়ে বাঁচতে পারব না।'  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শুক্রবার রাতে নিউ আলিপুরে রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে বৈঠক করেন জিতেন্দ্র তিওয়ারি (Jitendra Tiwari)। ওই বৈঠকের পর অরূপ বলেন,'জিতেন্দ্র তিওয়ারি তৃণমূল কংগ্রেসে ছিলেন। তৃণমূলেই আছেন। মমতার সৈনিক হিসেবে উনি দীর্ঘদিন লড়াই করছেন।' জিতেন্দ্র তিওয়ারি বলেন,'আমার আচরণে দুঃখ পেয়েছেন দিদি। দিদিকে দুঃখ দিয়ে পৃথিবীতে বাঁচতে পারব না। দলেই আছি। দল ছাড়ছি না। ইস্তফা গ্রহণ না করতে অনুরোধ করব। দিদির কাছে গিয়ে ক্ষমা চেয়ে নেব।'  মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কি সাক্ষাৎ করবেন? সুর বদলে জিতেন্দ্র জানান,'আমি এত বড় নেতা নই দিদির সঙ্গে কথা বলব। দলের হয়েই কাজ করব। ভুল বোঝাবুঝি ছিল। আমারই দোষ। দিদির সঙ্গে দেখা করে প্রণাম করব।' ফিরহাদ হাকিমকে নিয়ে কি ক্ষোভ আছে? জিতেন্দ্রর মন্তব্য,'উনি সিনিয়র নেতা।'     


রাজ্যের কারণে স্মার্ট সিটি প্রকল্পে কেন্দ্রের টাকা আসেনি, এই মর্মে পুরমন্ত্রী ফিরহাদ হাকিমকে চিঠি দিয়েছেন জিতেন্দ্র তিওয়ারি। তারপর ফিরহাদের সঙ্গে চলেছে তাঁর বাকযুদ্ধ। বৃহস্পতিবার দলের সমস্ত পদ থেকে ইস্তফা দেন জিতেন্দ্র। তবে তাঁকে দলে নেওয়া নিয়ে আপত্তির কথা জানান বাবুল সুপ্রিয়। 


আরও পড়ুুন- সদলবলে ভাড়া গাড়িতে Amit সভার উদ্দেশে রওনা মন্তেশ্বরের TMC বিধায়কের: সূত্র