সদলবলে ভাড়া গাড়িতে Amit সভার উদ্দেশে রওনা মন্তেশ্বরের TMC বিধায়কের: সূত্র

এ দিনই দলের প্রাথমিক সদস্যপদ ছাড়ার কথা সুব্রত বক্সিকে চিঠি দিয়ে জানিয়েছেন উত্তর কাঁথির তৃণমূল বিধায়ক বনশ্রী মাইতি। 

Updated By: Dec 18, 2020, 10:55 PM IST
সদলবলে ভাড়া গাড়িতে Amit সভার উদ্দেশে রওনা মন্তেশ্বরের TMC বিধায়কের: সূত্র

নিজস্ব প্রতিবেদন: শনিবার অমিত শাহের সভা মেদিনীপুরে। সেই সভায় যোগ দিতেই ছুটে গিয়েছেন মন্তেশ্বরের তৃণমূল বিধায়ক সৈকত পাঁজা (Saikat Panja)। বিধায়কের ঘনিষ্ঠ সূত্রের খবর, শনিবার শাহের সভাই তাঁর গন্তব্য। সেই উদ্দেশে রওনা দিয়েছেন। 

সূত্রের খবর, শুক্রবার সন্ধেয় দলবল নিয়ে মন্তেশ্বর থেকে রওনা দিয়েছেন তৃণমূল বিধায়ক সৈকত পাঁজা (Saikat Panja)। তাঁর গন্তব্য মেদিনীপুরে অমিত শাহের (Amit Shah) সভা। নিজের গাড়ি নেননি বিধায়ক। একটি ভাড়া গাড়িতে তিনি যাচ্ছেন। Zee ২৪ ঘণ্টার প্রতিনিধি তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। তবে বিধায়কের ফোন সুইচড অফ মিলেছে। 

এ দিনই দলের প্রাথমিক সদস্যপদ ছাড়ার কথা সুব্রত বক্সিকে চিঠি দিয়ে জানিয়েছেন উত্তর কাঁথির তৃণমূল বিধায়ক বনশ্রী মাইতি (Banasri Maity)। তিনি লিখেছেন,'সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সমস্ত পদ থেকে পদত্যাগ করছেন।' শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ বলেই পরিচিত বনশ্রী। শনিবার মেদিনীপুরে অমিত শাহের সভা। সূত্রের খবর, ওই সভায় শাহের সঙ্গে সম্ভবত একই কপ্টারে নামবেন শুভেন্দু অধিকারী। তাঁর সঙ্গে বিজেপিতে নাম লেখাতে পারেন অন্তত ১০জন বিধায়ক। 

আরও পড়ুন- দলের বোঝা, ভাল হচ্ছে নিজেরা ছেড়ে দিচ্ছে, জয় নিশ্চিত, কোর কমিটির বৈঠকে Mamata

.