Joka Metro: সোমবার থেকে বাড়ছে পরিষেবা, ২৪ ট্রেন চলবে পার্পল লাইনে
Joka Metro: মে দিবস থেকে শনি ও রবিবার বাদ দিয়ে প্রতিদিন সকাল ১০টার পরিবর্তে মেট্রো চালু হচ্ছে সকাল ৮.৫৫ মিনিটে। মাঝে তিন ঘণ্টার পরিষেবা বিরতি তুলে দিয়ে পরিষেবা চলবে বিকেল ৪.৪০মিনিট পর্যন্ত।
অয়ন ঘোষাল: সোমবার সকাল আটটা পঞ্চান্ন থেকে বর্ধিত পরিষেবা জোকা তারাতলা পার্পল লাইন মেট্রোয়। ২০২২ সালের ৩০ ডিসেম্বর এই পরিষেবার সূচনা হয়েছিল।
মে দিবস থেকে শনি ও রবিবার বাদ দিয়ে প্রতিদিন সকাল ১০টার পরিবর্তে মেট্রো চালু হচ্ছে সকাল ৮.৫৫ মিনিটে। মাঝে তিন ঘণ্টার পরিষেবা বিরতি তুলে দিয়ে পরিষেবা চলবে বিকেল ৪.৪০মিনিট পর্যন্ত। দিনে ১২-এর বদলে, সোমবার থেকেই দিনে ২৪টি ট্রেন চলবে এই লাইনে। তবে শনি ও রবিবার আপাতত বন্ধই থাকছে পরিষেবা। বেহালায় থাকেন, বা নিয়মিত যাতায়াত করেন, এমন বেশ কিছু মানুষের সঙ্গে কথা বলে, রীতিমত সার্ভে করে এই পরিমার্জিত ও বর্ধিত পরিষেবা চালু করা হচ্ছে।
আরও পড়ুন: Bangur Fire: বাঙুরের বহুতলে বিধ্বংসী আগুন; ধোঁয়ায় ঢাকল চারপাশ, ঘটনাস্থলে দমকলের ৮টি ইঞ্জিন
মেট্রোর তরফে জারি করা বিবৃতিতে জানানো হয়েছে, শিক্ষার্থী, তাদের পিতামাতা এবং শিক্ষকদের সুবিধার জন্য জোকা থেকে প্রথম মেট্রো ৮.৫৫ মিনিটে যাত্রা শুরু করবে। জোকা থেকে শেষ পরিষেবা পাওয়া যাবে ৪.২০ মিনিটে। ১২ টা থেকে দুপুর ৩টে পর্যন্ত জোকা থেকে আপ লাইনে কোনও সার্ভিস গ্যাপ থাকবে না।
তারাতলা থেকে প্রথম মেট্রো ১০.৩০মিনিটের পরিবর্তে ৯.২০মিনিটে পাওয়া যাবে এবং তারাতলা থেকে শেষ পরিষেবা ৪.৪০মিনিট পাওয়া যাবে। ডাউন লাইনে তারাতলা থেকে ১২.৩০ মিনিট থেকে ৩.৩০মিনিট পর্যন্ত কোনও পরিষেবার ফাঁক থাকবে না।
মেট্রো রেলওয়ের সিপিআরও কৌশিক মিত্র জানিয়েছেন, ‘অফিসগামী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র এবং পার্শ্ববর্তী এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি পূরণ করা হবে। এই রুটে দৈনিক পরিষেবার সংখ্যা বৃদ্ধির ফলে এই এলাকার মানুষ উপকৃত হবেন। মেট্রো আধিকারিকরা পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন এবং ফুটফলগুলির অধ্যয়ন চালিয়ে যাবেন এবং ভবিষ্যতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন’।