বিশেষ প্রতিবেদন: দেশের বৃহত্তম খবরের নেটওয়ার্ক- জি মিডিয়া। এই সংস্থাতে যুক্ত রয়েছেন দেশের সংবাদ জগতের তাবড় পেশাদারেরা। প্রতি মুহূর্তে ঘটে চলা খবর ঠিক কীভাবে পৌঁছে দিতে হবে তা জানে এই সংস্থাই। এক জন পেশাদার সাংবাদিকের ঠিক কী কী দক্ষতা প্রয়োজন তা গভীরভাবে বোঝে জি মিডিয়া। আর সেজন্যই আগামী দিনের সাংবাদিকদের তালিম দিতে এক অভিনব প্রশিক্ষণের ব্যবস্থা করেছে জি মিডিয়ার প্রশিক্ষণ বিভাগ- জি ইনস্টিটিউট অফ মিডিয়া অ্যান্ড আর্টস (ZIMA)।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কেতাবি জ্ঞান নয়, বাস্তবের মাটিতে দাঁড়িয়ে সাংবাদিকতা করতে ঠিক যে যে গুণাগুণ প্রয়োজন এবার তারই প্রশিক্ষণ দিতে কলকাতায় হাজির হয়েছে ZIMA। কিন্তু, সাংবাদিকতার এই আধুনিক কোর্সে আসন সংখ্যা সীমিত। তাই এই কোর্সে সুযোগ পেতে যোগ্যতার প্রমাণ দিতে হবে প্রবেশিকার মাধ্যমে। একবার সুযোগ পেলেই শুরু হবে ভবিষ্যতের পেশাদার সাংবাদিক হওয়ার পাঠ। প্রশিক্ষণপ্রাপ্তদের মধ্যে যারা নিজেদের দক্ষতার পরিচয় দেবেন, তাঁদের জন্য থাকবে জি মিডিয়ার দেশ জোড়া খবরের নেটওয়ার্কে কাজের সুযোগ! তাহলে আর দেরি কেন, বুকে সাংবাদিকতার স্বপ্ন থাকলে প্রস্তুতি শুরু করেদিন ZIMA-র সাংবাদিকতা কোর্সের প্রবেশিকার জন্য।


এক ঝলকে দেখে নিন, এই কোর্সের খুঁটিনাটি-


কলকাতায় এই কোর্সের ব্যাচ শুরু হচ্ছে- ৬ অগস্ট'২০১৮।


রেজিস্ট্রেশনের জন্য যোগাযোগ করুন- 9920128807 নম্বরে।


কোর্স ফি প্রযোয্য।