ওয়েব ডেস্ক: ফের নতুন বিতর্কে যাদবপুর বিশ্ববিদ্যালয়। সমাবর্তন অনুষ্ঠান বয়কট করলে ছাত্রছাত্রীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে বলে জানাল যাদবপুর কর্তৃপক্ষ। রাজ্যপাল এক বিবৃতিতে জানান, যারা সমাবর্তনে থাকবেন না, ডাক মারফত সার্টিফিকেট পাঠানো হবে তাদের বাড়িতে। এরপরও ছাত্রছাত্রীরা যদি তা গ্রহণ না করে তাহলে সার্টিফিকেটে 'বয়কট স্ট্যাম্প' মারা থাকবে।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এর আগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংগঠন জুটাকে সমাবর্তন বয়কটের সিদ্ধাম্ত নিয়ে পুনর্বিবেচনার আর্জি জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি৷‌ ২৪ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান৷‌


এই অনুষ্ঠানে অংশ না নিয়ে ২৩ ডিসেম্বর বিকেল থেকে সমাবর্তনের দিন বিকেল পর্যম্ত ক্যাম্পাসের ভেতর অবস্থান কর্মসূচি নিয়েছে জুটা৷‌


১৬ সেপ্টেম্বরের ঘটনার প্রেক্ষিতে ইতিমধ্যেই পড়ুয়ারা জানিয়েছেন তাঁরা উপাচার্য অভিজিৎ চক্রবর্তীর হাত থেকে শংসাপত্র নেবেন না এবং সমাবর্তনে অংশ নেবেন না৷‌