নিজস্ব প্রতিবেদন: নবান্নে জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠকে বসলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  প্রতিনিধি দলে রয়েছেন প্রত্যেক মেডিক্যাল কলেজ থেকে ১জন করে প্রতিনিধি। বৈঠকে থাকবেন বেসরকারি ও ডেন্টাল কলেজের প্রতিনিধিরাও। নবান্নে রয়েছেন মোট ৩১ জন বৈঠক। কনফারেন্স রুমে বৈঠকের প্রস্তুতি চলছে। বৈঠকে মুখ্যমন্ত্রী, মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব থাকবেন।  সঙ্গে থাকবেন উচ্চ পদস্থ পুলিস আধিকারিকরা। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


জুনিয়র ডাক্তারদের আবেদন মেনে নবান্নে লাইভ কভারেজের অনুমতি দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।জানোনো হয়েছে যেকোনও দুটি বা তিনটি জাতীয় সংবাদমাধ্যমকে বা এজেন্সিকে বৈঠকে ঢুকতে দেওয়া হবে এবং সেখানে থেকেই ফিড পাবেন অন্যান্য সংবাদমাধ্যম।