শ্রেয়সী গঙ্গোপাধ্যায়: 'সুপ্রিম' নির্দেশের পরেও আন্দোলনে অনড় জুনিয়র ডাক্তাররা! চাইলে স্বাস্থ্যভবনের কর্তাদের সঙ্গে দেখা করতে পারেন তাঁরা।  ডি এমই , ডিএইচএস অথবা প্রিন্সিপাল সেক্রেটারি কথা বলতে রাজি। আন্দোলনকারীদের কাছে এবার বার্তা পাঠানো হল স্বাস্থ্যভবনের তরফে। সূত্রের খবর তেমনই।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন:  Sandip Ghosh | R G Kar Protest: 'চোর, চোর' স্লোগানের মধ্যেই 'বড় ডাক্তার' সন্দীপ ঘোষকে এবার জুতো!


একমাস পার। আরজি কর কাণ্ডের প্রতিবাদে এখনও কর্মবিরতি ও প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। যা প্রভাব ফেলেছে রাজ্যের চিকিত্‍সা ব্য়বস্থায়। মৃত্যু হয়েছে ২৩ জন রোগীর! পরিস্থিতি কবে স্বাভাবিক হবে? স্রেফ মুখ্যমন্ত্রীর অনুরোধই নয়, জুনিয়র ডাক্তারদের কাজে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টও। সময়সীমা ছিল, আজ মঙ্গলবার বিকেল ৫টা। কিন্তু সেই সময়সীমা পেরিয়ে গেলেও কাজে যোগ দিলেন না জুনিয়র ডাক্তাররা।


এদিন ৫ দফা দাবিতে স্বাস্থ্যভবন অভিযান করলেন আন্দোলনকারীরা। হাত প্রতীকী মস্তিষ্ক। করুণাময়ী থেকে সল্টলেক সেক্টর ফাইভে স্বাস্থ্যভবন পর্যন্ত মিছিল করলেন জুনিয়র ডাক্তাররা। কিন্তু স্বাস্থ্যভবনে ঢুকতে না পেরে শেষপর্যন্ত রাস্তাতেই বসে পড়েন তাঁরা। সঙ্গে হুঁশিয়ারি, দাবি যতক্ষণ মানা হচ্ছে, ততক্ষণে স্বাস্থ্যভবনের সামনে চলবে না ধরনা। এই পরিস্থিতিতে আন্দোলনকারীদের আলোচনার বসার বার্তা দিল স্বাস্থ্যভবন।


এর আগে, সোমবার প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেছিলেন, 'এক মাস তো হয়ে গেল। আমি অনুরোধ করব, পুজোয় ফিরে আসুন, উৎসবে ফিরে আসুন'। জুনিয়র ডাক্তাররা সাফ জানান, বিচার না পাওয়া পর্যন্ত তাঁরা কোনও উৎসবে শামিল হবেন না। মঙ্গলবার এই বিষয়ে আরও এক বার নিজেদের অবস্থান স্পষ্ট করলেন তাঁরা। মুখ্যমন্ত্রীর ওই মন্তব্যকে 'অসংবেদনশীল' বলে অভিহিত করেছেন তাঁরা।


আরও পড়ুন:  Rail News: ধরা পড়বে যান্ত্রিক ত্রুটি; ট্রেন দুর্ঘটনা রুখতে এবার লাইভ মনিটারিং, চালু হল মালদহ ডিভিশনে