বিজেপির রাজ্য সভাপতিকে উন্মাদ বলে কটাক্ষ খাদ্যমন্ত্রীর
নোট বাতিলকে কেন্দ্র করে গত প্রায় দু`মাস যাবত্ কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে চলছে তীব্র বাদানুবাদ। রাজ্যেও তার প্রভাব পড়েছে যথেষ্টই। তবে এবার যা ঘটল তা একপ্রকার নজিরবিহীন। বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে উন্মাদ বলে কটাক্ষ করা হল। কটাক্ষ করলেন রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তাঁর এই মন্তব্যের নিন্দা করেছে বিজেপি।
ওয়েব ডেস্ক : নোট বাতিলকে কেন্দ্র করে গত প্রায় দু'মাস যাবত্ কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে চলছে তীব্র বাদানুবাদ। রাজ্যেও তার প্রভাব পড়েছে যথেষ্টই। তবে এবার যা ঘটল তা একপ্রকার নজিরবিহীন। বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে উন্মাদ বলে কটাক্ষ করা হল। কটাক্ষ করলেন রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তাঁর এই মন্তব্যের নিন্দা করেছে বিজেপি।
আরও পড়়ুন- মানুষের দুর্ভোগকে হাতিয়ার করে ফের দিল্লিমুখী মমতা বন্দ্যোপাধ্যায়
নোট বাতিল নিয়ে গত কয়েকদিন ধরে মুখ্যমন্ত্রী সম্পর্কে একাধিক ক়টূক্তি শোনা গেছে দিলীপ ঘোষের গলায়। সেই প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে এদিন খাদ্যমন্ত্রী যা বললেন, তাতে রাজনৈতিক উত্তাপ আরও বাড়ার আশঙ্কা।