নিজস্ব প্রতিবেদন- অনুকূল ঠাকুরের একমাত্র জীবিত সন্তান প্রচেত রঞ্জন চক্রবর্তীর দেখা করলেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক তথা রাজ্যের পর্যবেক্ষক কৈলাশ বিজয়বর্গীয়। যা নিয়ে রাজ্য রাজনীতিতে জল্পনা শুরু হয়েছে। শনিবার বিকেলে বাগুইআটির নারায়নতলায় প্রচেত রঞ্জন চক্রবর্তীর বাড়িতে গিয়েছিলেন কৈলাশ বিজয়বর্গীয়। প্রায় আধ ঘণ্টা ধরে দুজনের মধ্যে বৈঠক হয়। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-  শুভেন্দুর খাসতালুকে জনসভা মমতার, হাজির থাকবেন পূর্ব মেদিনীপুরের বিধায়করাও


প্রচেত রঞ্জনের বাড়িতে কৈলাশ বিজয়বর্গীয়র যাওয়া নিয়ে রাজ্য রাজনীতিতে বেশ হইচই শুরু হয়েছে। তা হলে ফের নতুন কোনও সমীকরণের ইঙ্গিত রয়েছে! যদিও কৈলাশ বিজয়বর্গীয় জানিয়েছেন, তাঁর সঙ্গে প্রচেত রঞ্জন চক্রবর্তীর অনেক আগে থেকেই ব্যক্তিগত পরিচয় রয়েছে। সেই জন্য এদিন তিনি তাঁর বাড়িতে দেখা করতে গিয়েছিলেন। এই বৈঠকে কোনও রাজনৈতিক উদ্দেশ্য নেই। তবে রাজ্য রাজনীতির বর্তমান পরিস্থিতিতে এই বৈঠক বেশ প্রাসঙ্গিক হয়ে উঠেছে। এদিন শুভেন্দু অধিকারী ইস্যুতে বিজয়বর্গীয় বলেন, ''এখনও উনি তৃণমূলে রয়েছেন। তাই এই নিয়ে কথা বলার কোনও প্রশ্ন নেই।''